পুজোয় বড় পর্দায় মুক্তি পেয়েছে বহু প্রতিক্ষিত ছবি ‘দশম অবতার’। ছবি নিয়ে চর্চা চলছেই, এরই মাঝে শহর ছেড়েছেন পরিচালক। দশম অবতার মুক্তি পেয়েছে পঞ্চমীতে। আর ওইদিন সকালেই কলকাতা ছেড়েছেন পরিচালক। কিন্তু সৃজিত গেলেন কোথায়?
জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালের বিমানেই ঢাকা পৌঁছোন সৃজিত মুখোপাধ্যায়। স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে ছবি পোস্ট করে সৃজিত নিজেই তাঁর ঢাকা যাওয়ার গুঞ্জনে সিলমোহর দেন। গল্পটা এখানেই শেষ নয়, সৃজিত ছবি দিয়ে জানিয়ে দেন তিনি ঢাকায় বসে স্ত্রীর সঙ্গে ভারত-বাংলাদেশ বিশ্বকাপের খেলাও দেখেছেন। সৃজিতের পোস্ট করা ছবিতে মিথিলার সঙ্গে দেখা যায় তাঁর শ্বশুরমশাইকেও। ছবির ক্যাপশানে লেখেন, ‘ভারত-বাংলাদেশ খেলা দেখছি, চেষ্টা করছি, যতটা সম্ভব প্রতিযোগিতার আবহ বজায় রাখতে।’
আরও পড়ুন-'ও আমায় খুবই বাজেভাবে মেরেছিল, হৃত্বিকের মুখোমুখি হলে বদলা নেব', কেন বলছেন টাইগার!
সৃজিত মুখোপাধ্যায়ের পোস্টে কমেন্ট বক্সে মশকরা করে নেটনাগরিকরা জানতে চান, ভারত-বাংলাদেশ খেলায় পরিচালক কাকে সমর্থন করছেন? সৃজিত অবশ্য এর কোনও জবাব দেননি। জানা যাচ্ছে, পুজোতে তিনি মিথিলা আর আইরাকে নিয়ে আমেরিকা বেড়াতে যাচ্ছেন। আমেরিকা থেকে লন্ডনেও যেতে পারেন তিনি। ২৫ অক্টোবর শুরু হচ্ছে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে দেখানো হবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়োপিক 'পদাতিক'। এদিকে সৃজিত ইতিমধ্যেই বিমানের বিজনেস ক্লাসে স্ত্রী মেয়েকে নিয়ে উড়ে যাওয়ার ছবি পোস্ট করে লিখেছেন, ‘শারদীয়া শুভেচ্ছা, সবার পুজো ভালো কাটুক। লক্ষ্মীপুজোর পর যোগাযোগ করুন।’ বোঝাই যাচ্ছে, ইতিমধ্যেই সৃজিত স্ত্রী ও মেয়েকে নিয়ে আমেরিকা রওনা দিয়েছেন।
আরও পড়ুন-পরিণীতিকে তো চেনেন, Bigg Boss-এ হাজির প্রিয়াঙ্কা চোপড়ার আরও এক বোন, কেমন সম্পর্ক?
এর আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক সৃজিত অবশ্য জানিয়েই দিয়েছিলেন পুজোতে আর কাজ নয়, এই সময়টা তিনি পরিবারের সঙ্গে কাটাবেন। স্ত্রী মিথিলা, আর মেয়ে আইরাকে সময় দিতে চান। এই পুজোতে মিথিলাকে তিনি শাড়ি উপহার দিয়েছেন এবং মিথিলা তাঁকে পাঞ্জাবি উপহার দিয়েছেন বলেও জানিয়েছিলেন সৃজিত।