চর্চায় রয়েছেন প্রিয়াঙ্কা ও পরিণীতি চোপড়ার তুতো বোন মান্নারা চোপড়া। সৌজন্যে বিগ বস-১৭। এবার Bigg Boss-এ এবার প্রথম প্রতিযোগী মান্নারা। এবার প্রশ্ন মান্নারা, প্রিয়াঙ্কা পরিণীতিরা সম্পর্কে কেমন বোন?
তাহলে খোলসা করেই বলা যাক, পরিণীতি চোপড়া হলেন, প্রিয়াঙ্কার কাকা মেয়ে। অর্থাৎ প্রিয়াঙ্কার বাবা অশোক চোপড়া আর পরিণীতির বাবা পবন চোপড়া হলেন দুই ভাই। আর মান্নারা চোপড়া হলেন প্রিয়াঙ্কা ও পরিণীতির পিসির মেয়ে অর্থাৎ পিসতুতো বোন। অর্থাৎ অশোক ও পবন চোপড়ার ছোট বোন মিতালি চোপড়ার মেয়ে হলেন মান্নারা। এখন কাজের জন্য তিনজনকেই আলাদা আলাদা জায়গায় থাকতে হয়, তবে একসময় এদের ছোটবেলা কেটেছে একইসঙ্গে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছোট্ট বোন মান্নার সঙ্গে পুরনো একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে ছোট্ট মান্নারার জন্য শুভকামনা জানিয়েছেন দিদি প্রিয়াঙ্কা। সঙ্গে লাল হার্ট ইমোজি, আর হাতজোড় করা ইমোজি। প্রিয়াঙ্কা যে ছবিটি শেয়ার করেছেন সেটি ২০০০ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তিনি জয়ী হওয়ার পর তোলা। সেখানে মিস ওয়ার্ল্ড মুকুট পরে বোন মান্নারার সঙ্গে পোজ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। পরবর্তী সময়ে মান্নারা চোপড়াও অভিনেত্রী হয়ে উঠেছেন, ইতিমধ্যেই তিনি তেলুগু, তামিল, হিন্দি এবং কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন। আর এবার Bigg Boss 17-র প্রথম প্রতিযোগী তিনিই।
আরও পড়ুন-'ও আমায় খুবই বাজেভাবে মেরেছিল, হৃত্বিকের মুখোমুখি হলে বদলা নেব', কেন বলছেন টাইগার!
প্রিয়াঙ্কা ও পরিণীতির সঙ্গে তুলনায় তাঁর কাছেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসে কিনা জানতে চাইলে মান্নারা বলেন, ‘আমি অনেকগুলো ছবি করেছি যেগুলো নামী OTT প্ল্যাটফর্মে রয়েছে। আমার কাছে বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমার পছন্দ একটু অন্যধরনের। আমি যেধরনের চরিত্রে স্বচ্ছন্দ্যস তেমনভাবেই কাজ বেছে নি। এছাড়া, যখন আমাকে হায়দরাবাদের সবচেয়ে বড় নাম নিয়ে ছবির প্রস্তাব দেওয়া হয়, আমি বললাম কেন করব না? আজ আর সিনেমা মানে শুধু আর বলিউড নয়। আমি মুম্বইয়ের অনেক লোককে চিনি যাঁরা দক্ষিণে গিয়ে কাজ করছেন। তাই আমি জানি না আপনি জানি না আপনি কীভাবে বিষয়টা দেখছেন, তবে আমি দেখছি ব্যবসার নিরিখে। আর তাতে আমার ছবি ভালো ফল করছে। আমি কারোর জন্য কিছু করছি না, আমি নিজে যে কাজে উৎসাহ পাচ্ছি, সেটাই করছি।’