অসুস্থ অভিনেত্রী দেবিনা বন্দ্য়োপাধ্যায়ের বাবা। সম্প্রতি নিউমোনিয়া ও সুগারে আক্রান্ত হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রীর বাবাকে। নিজের ভ্লগে পুরো বিষয়টি বিস্তারিত তুলে ধরেছেন দেবিনা। কীভাবে একই সঙ্গে বাবা-মা এবং দুই ছোট্ট সন্তানের যত্ন নিতে হয়েছিল, সেবিষয়টিই তুলে ধরেন দেবিনা।
দেবিনা নিজের ভ্লগে জানান, তাঁর বাবা-মা যখন নৈনিতাল বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছিলেন, তখনই হঠাৎ তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন। তাঁর বাবার-৪-৫দিন ধরে জ্বর ছিল, তাই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা বেশকিছু পরীক্ষা নিরীক্ষা এবং এক্স-রে করে জানান, তাঁর বাবার নিউমোনিয়া হয়েছে। অভিনেত্রী নিজের ভ্লগে তাঁর বাবাকে দেখিয়ে জানান, তিনি যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তখন তাঁর মা সবসময় পাশে ছিলেন। অন্যদিকে সেসময় তাঁর শাশুড়িরও কোলাবার এক আর্মি হাসপাতালে অস্ত্রোপচার হয়। এদিকে দেবিনার বাবাও হাসপাতালে ভর্তি। রক্ত পরীক্ষায় জানা গিয়েছিল তাঁর হাই (৪৫০ সুগার)। তবে অবশ্য কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছিল বলেই জানিয়েছেন দেবিনা। এই সময়টা নিজের পরিবার ও সন্তানদের একসঙ্গে কীভাবে সামালেছিলেন অভিনেত্রী?
দেবিনা বন্দ্য়োপাধ্যায় জানান, তিনি তাঁর বাবার জন্য খিচুড়ি রান্না করেছিলেন। এছাড়াও দুপুর ও রাত দু'বেলার খাবার তিনি নিজের হাতে বানিয়েছিলেন। এছাড়াও তাঁর দুই মেয়েই বড্ড ছোট, তাদেরও দেখাশোনা করতে হয়েছে অভিনেত্রীকে।
দেবিনা তাঁর ভ্লগে হাসপাতালের ভিডিয়ো শেয়ার করে দেখিয়েছেন, কীভাবে তাঁর মা, বাবার যত্ন নিতেন। অন্যদিকে শাশুড়ির মায়ের অস্ত্রোপচার নিয়েই নিজের ভ্লগে বিস্তারিত জানিয়েছেন দেবিনা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, দেবিনা কলকাতার শোভাবাজারের মেয়ে। ২০০৬ সাল থেকে পঞ্জাবি মুন্ডা গুরমিতকে ডেট করা শুরু করেন তিনি। হিন্দি ধারাবাহিকে রাম ও সীতার ভূমিকায় অভিনয় করে ভীষণ জনপ্রিয়তা পেয়েছিলেন এই জুটি। তখন থেকেই তাঁদের সম্পর্কের শুরু। ৬ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১১ সালে সাত পাক ঘোরেন দেবিনা-গুরমিত। ‘নাচ বলিয়ে’র মতো ডান্স রিয়ালেটি শো-তে একসঙ্গে দেখা গিয়েছে দুজনকে।। ২০২২-এর শুরুতেই সুখবর দেন জুটি। দুই থেকে তিন হন তাঁরা। আবার প্রথম সন্তান জন্মের পরপরই দ্বিতীয়বার অন্তসত্ত্বা হয়ে পড়েন অভিনেত্রী। জন্ম হয় তাঁদের দ্বিতীয় সন্তানের।