১১ অগস্ট ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ মুক্তির পর থেকে চর্চায় ব্যোমকেশ দেব। ছবি মুক্তির আগে মায়ের আরাধনায় দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তারকা সাংসদ। সিনেমা হলে আসার আগে অনেক তারকাই মন্দিরে পুজো দিতে যান। তৃণমূলের তারকা সাংসদের মন্দিরে পুজো দেওয়ার ছবি হু হু করে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়।
দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের গর্ভগৃহে, সিংহাসনের পাশে দাঁড়িয়ে পুজো দিয়েছেন দেব। সেই ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। গাড়ি থেকে নেমে মন্দিরে প্রবেশ করার সময় তারকা-সাংসদকে ঘিরে রেখেছিলেন নিরাপত্তারক্ষীরা। এরপর গর্ভগৃহে গিয়ে মা ভবতারিণীকে পুজো দেন। এ দিন চোখের সামনে দেবকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন মন্দির চত্বরে থাকা অনেকে। কেউ কেউ ছবি তুলতে, ভিডিয়ো করতে শুরু করেছিলেন। এরই মধ্যে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। আরও পড়ুন: সাম্মানিক ডি. লিট পেলেন সুস্মিতা, মেয়ের হয়ে গ্রহণ করলেন বাবা সুবীর সেন
সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, অনেকেই দেবকে নাম ধরে চিৎকার করে ডাকছিলেন। অনুরাগীদের দেখে হাত নাড়িয়েছেন, হাতও মিলিয়েছেন অভিনেতা। নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে হাত বাড়িয়ে দিয়েছিলেন অনুরাগীদের দিকেও। এমন সময় এক মহিলা অভিনেতাকে উদ্দেশ্য করে বলেন, 'এতদিন এত আর্টিস্ট এসেছেন এখানে। আজ অবধি কেউ ফিরেও তাকায়নি। আজ দেখলাম আপনি তাকালেন।'
অভিনেতার হাত ধরে মধ্যবয়সী ওই মহিলার আরও বলেন, 'এতদিন শুনেছিলাম। আজ নিজের চোখে দেখলাম। আপনি সত্যিই খুব ভালো মানুষ। আজ যা দিলেন সেটাই বড় পাওনা। আপনার আরও ভালো হোক।' পাশ থেকে অনেকেই একই কথা বললেন। কেউ অবাক সুরে বললেন, 'হাত ধরলেন উনি?' কথাগুলি শুনে বিনম্র হয়ে হাতজোড় করে শুধুমাত্র হাসেন দেব। বুকে হাত রেখে বুঝিয়েছেন, সকলের ভালোবাসায় তিনি আপ্লুত, হৃদয় ছুঁয়েছে তাঁর। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।
নীল রঙের পঞ্জাবি, হাতে পুজোর ডালা। কপালে সিঁদুরের টিপ। একেবারে গর্ভগৃহে, ঠাকুরের সিংহাসনের পাশে দাঁড়িয়েই ছবি তুলেছেন দেব। শিবলিঙ্গে জল ঢেলেছেন অভিনেতা। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘সবার ভালো হোক #harharbyomkesh।’ তাঁর শেয়ার করা ছবিতে মুগ্ধ হয়েছে ভক্তরাও।