একসময় তুলসী হিসেবে দর্শক মনে রাজত্ব করেছিলেন স্মৃতি ইরানি। একতা কাপুরের কেরিয়ারের অন্যতম হিট সিরিয়াল কিঁউ কি সাস ভি কাভি বহু থি-তে তিনি ছিলেন কেন্দ্রীয় চরিত্রে। এখন অবশ্য তাঁর পরিচয় তিনি ভারতের শাসক দলের মন্ত্রী, পোড় খাওয়া রাজনীতিবিদ। সম্প্রতি একটি ভিডিয়ো সাক্ষাৎকারে নিজের ধারাবাহিক কিউ কি নিয়ে কিছু মন্তব্য করেছিলেন স্মৃতি, আর সেটাকেই অসত্য বলে উল্লেখ করলেন একতা কাপুর।
স্মৃতি দাবি করেন, কিঁউ কি-তে তাঁকে একটা তুলসীর চরিত্রটি করার অফার দেন এক জ্যোতিষীর পরামর্শে। আর সেই ভিডিয়ো ফুটেজটি শেয়ার করে একতা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, ‘সত্যি নয়!!!! মণীষা তোমার অডিশন নেয়। আমদের দেখেই পছন্দ হয়। ১ সেকেন্ডে বেছে নিয়েছিলাম তোমাকে।’
কী বলেছিলেন স্মৃতি ইরানি?
কার্লি টেলস-এর সঙ্গে কথা বলার সময়, স্মৃতি ইরানিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কীভাবে ক্লাসিক ডেইলি সোপ কিঁউ কি সাস ভি কাভি বহু থি-তে তুলসী চরিত্রে অভিনয় করেছিলেন। তাতে প্রাক্তন এই অভিনেত্রী বলেন, ‘এটি ব্যক্তিত্ব বা অভিনয় বা অন্য কিছুর কারণে ঘটেনি। একতা কাপুরের অফিসে বসে থাকা জ্যোতিষী বললেন ‘এই মেয়েটি এখন গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তাকে থামান, তিনি কে?’ সেই লোকটি একজন ফেস রিডারও ছিলেন।’
স্মৃতি আরও বলেছেন, ‘ওরা (একতা ও তাঁর টিম) বলেছিল, 'কেন আমরা তাকে থামাব'? জবাবে তিনি বলেছিলেন, 'আপনি তাকে থামান যদি আপনি তার সঙ্গে কাজ করেন তবে তিনি দেশের একটি বড় নাম হতে চলেছেন'।’
স্মৃতির টিভি কেরিয়ার:
২০০০ সালে টেলি ধারাবাহিক ‘অতীশ’ এবং 'হাম হ্যায় কাল অজ অর কাল'- ধারাবাহিকের হাত ধরে অভিনয় দুনিয়ার যাত্রা শুরু করেছিলেন স্মৃতি। এর পরবর্তী সময়ে তাঁকে দেখা যায় শোভা কাপুরের বালাজি টেলিফিল্মসের ধারাবাহিক 'কিঁউ কি সাস ভি কভি বহু থি'র তুলসীর চরিত্রে। এছাড়াও ‘রামায়ণ’, ‘বিরুদ্ধ’,'তিন বহু রানিয়াঁ' তে দেখা যায় তাঁকে।
এক সাক্ষাৎকারেএর আগে স্মৃতিকে বলতে শোনা গিয়েছিল, 'কিঁউকির শ্যুটিংয়ের সময় আসাবাবপত্র নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সেটে কাউকে চা বা খাবার থেতে দিতেন না শোভা কাপুর (একতার মা)। পরে তারকাদের সেটে খেতে দেওয়া হলেও টেকশিয়ানস ও ক্রিউ মেম্বারদের সেটে খেতে দেওয়া হত না, ওই বিষয়টা আমার খুবই বিরক্ত লাগত। এরপর আমি একজন স্পট বয়ের সঙ্গে সেটিং করি। মোট ৬০টি চা তৈরি রাখতে বলি, যাতে আমি টেকনিশিয়ানসদের সঙ্গে বাইরে গিয়ে চা খেতে পারি। আর ওঁরাও একটু চা খেতে পারেন। এরপর একদিন শোভা কাপুর আমায় বাইরে গিয়ে চা খেতে দেখে অবশেষে টেকনিশিয়ানসদেরও ভিতরে চা খাওয়ার অনুমতি দিলেন।’