বাংলা নিউজ > বায়োস্কোপ > Divya Khosla Kumar-Yash Dasgupta: হাতে শাঁখা-পলা! পুরোদস্তুর বাঙালি সাজ, বলিউডের দিব্যাকে নিয়ে কালীঘাটে যশ, ব্যাপার কী!

Divya Khosla Kumar-Yash Dasgupta: হাতে শাঁখা-পলা! পুরোদস্তুর বাঙালি সাজ, বলিউডের দিব্যাকে নিয়ে কালীঘাটে যশ, ব্যাপার কী!

দিব্যাকে কালীঘাট সহ কলকাতার বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখিয়েছেন যশ দাশগুপ্ত। কালীঘাটে পুজো দিতে যাওয়ার সময় দিব্যার পরনে ছিল সাদা লিনেন শাড়ি, লাল ঘটিহাতা ব্লাউজ, হাতে-কানে সোনার গয়না, আর মাথার খোঁপায় জুঁই ফুলের মালা। কলকাতায় এসে এক্কেবারে পুরো দস্তুর বাঙালি সাজে সেজেছিলেন দিব্যা।