৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, আর সেই শোয়ের অন্যতম আকর্ষণ রণবীর কাপুর ও আলিয়া ভাটের নাচ। রণবীরের 'অ্যানিম্যাল' ছবির ‘জামাল কুদু’ গানে একসঙ্গে নাচলেন রণবীর-আলিয়া। অনুষ্ঠানে তাঁদের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। শুধু নাচই নয়, আলিয়াকে চুমু খেয়ে বসেন রণবীর।
রণবীর-আলিয়ার 'জামাল কুদু'
জামাকাপড়ের উপর গায়ে চড়িয়ে নিয়েছিলেন একটা সাদা গর্জাস, ডিজাইনার জ্যাকেট। ফিল্মফেয়ারের মঞ্চে রণবীর তখন মাথায় কাচের গ্লাস রেখে জামাল কুদু নাচছিলেন। দর্শকাসনে বসেছিলেন রণবীরঘরণী আলিয়া। তাঁর পরনে ম্যাচিং করসেট ব্লাউজের সঙ্গে একটা বেইজ স্টেটমেন্ট শাড়ি। তিনিও উঠে হাসিমুখে রণবীরের সঙ্গে যোগ দেন। আলিয়ার সঙ্গে অল্পক্ষণ নাচার পর তাঁকে চুমু খেয়ে বসেন ‘কাপুর পুত্র’। ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
ফিল্মফেয়ার পুরস্কার
৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর ও আলিয়া। 'অ্যানিম্যাল' ছবিতে অভিনয়ের জন্য রণবীর সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন এবং 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া। এদিন পুরস্কার পেয়ে য়াত বাবা ঋষি কাপুরকে স্মরণ করেন রণবীর। আবেগতাড়িত রণবীর বলেন, 'প্রতিদিন আমি তোমার কথা ভাবি, তোমাকে এবং তোমার জন্য যা কিছু অনুভব করি সেগুলি হল ভালবাসা, স্নেহ। সেগুলিই আমিও তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনি সেখানে শান্তিতে ও বিশ্রামে আছেন।
রণবীর ও রাহা
রণবীর-আলিয়ার মেয়ে রাহার বয়স এখন সবে ১ বছর। ২০২৩-এর নভেম্বরে জন্ম হয় রাহার। এদিনের অনুষ্ঠানে মেয়ে রাহা-র কথাও বলেন রণবীর। ‘আমার দুষ্টু মেয়ে রাহা যখন জন্মগ্রহণ করেছিল তার ঠিক এক সপ্তাহ পরে আমি অ্যানিম্যালের শুটিং শুরু করি। শ্যুটিংয়ের পর প্রতিটা দিন মেয়ের কাছে ফিরে আসা আমার জীবনের সবচেয়ে আনন্দময় অভিজ্ঞতা। মাম্মা ও পাপা আজ রাতে তোমার জন্য একটা পিসি ও একটা মাসি (ব্ল্যাক লেডির কথা উল্লেখ করে)কে নিয়ে আসছে। আমি তোমাকে খুব ভালোবাসি।’
এদিন ছেলে-বউমাকে পুরস্কার জেতার জন্য শুভেচ্ছা জানান নীতু কপুরও। নীতু লেখেন, ‘আমি মনে মনে প্রার্থনা করেছিলাম যেন ২০১৯ সালের (সঞ্জু-রাজির জন্য পুরস্কার জিতেছিলেন রণবীর-আলিয়া) পুনরাবৃত্তি হয়, তাই খুব খুশি যে সেটাই ঘটেছে।অভিনন্দন, তোমাদের দুজনের জন্যই গর্বিত, খুব খুব গর্বিত।’