এই খুদে ছেলেটির সিধেসাধা চেহারা মন কেড়ে নেবে সকলের। আর বড় হয়ে ভারতের অন্যতম হ্যান্ডসাম হাঙ্ক সে। রিজিওনাল সিনেমা দিয়ে কাজ শুরু হলেও, এখন সে প্যান ইন্ডিয়া স্টার। পেয়েছেন জাতীয় পুরস্কারও। দেখুন তো চিনতে পারেন কি না খুদে বয়সের ছবিখানা দেখে-
এটি আল্লু অর্জুনের ছবি। ২০১৩ সালে নিজেই এটি শেয়ার করে নিয়েছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার ছোটবেলার একটা ছবি এটা। হাসিখুশি সময়…’। তার গতিশীল অভিনয়, ক্যারিশম্যাটিক স্ক্রিন প্রেজেন্স এবং অতুলনীয় নাচের দক্ষতার জন্য তিনি এখন সকলের হার্টথ্রব।
আরও পড়ুন: ‘মোটা’ কটাক্ষে জেরবার সুনিধি এখন স্লিমট্রিম! গায়িকাকে ‘মুডবোর্ড’ ডাকলেন মাসাবা
প্রিয়জনরা ডাকে বনি বলে। ২০০৩ সালে গঙ্গোত্রী দিয়ে তেলুগু সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন এবং ২০২১ সালে তার ব্লকবাস্টার পুষ্পা: দ্য রাইজ দিয়ে প্যান-ইন্ডিয়ান তারকা হয়ে ওঠেন। ৮ এপ্রিল ৪২ বছরে পা দিলেন অভিনেতা।
'পারুগু', 'জুলাই', 'রেস গুররাম', 'সত্যমূর্তি', 'সরিনোডু', 'পুষ্পা: দ্য রাইজ'-এর মতো ছবিগুলি তাঁর অভিনয় দক্ষতা এবং বিভিন্ন ঘরানার দর্শকদের বিনোদন দেওয়ার দক্ষতার সাক্ষ্য দেয়। সাম্প্রতিক বছরগুলিতে, তিনি সীমানা অতিক্রম এবং নতুন দিগন্ত অন্বেষণ করার উচ্চাকাঙ্ক্ষা প্রদর্শন করেছেন।
আরও পড়ুন: সৌরভ নাকি তাঁর বাবা! দাদাগিরিতে এসে ‘অবাক’ দাবি যুবতীর, বাক্যহারা মহারাজ
চলতি বছরের ১৫ অগাস্ট মুক্তি পাওয়ার কথা 'পুষ্পা ২ দ্য রুল'-এর। আর সোনবার অল্লুর জন্মদিনেই আসার কথা রয়েছে এই সিনেমার টিজারটির। গত বছর 'পুষ্পা ২' ছবিতে অল্লু অর্জুনের প্রথম লুক পোস্টার মুক্তি পায়। সেই পোস্টারে অভিনেতাকে শাড়ি পরে, লাল ও নীল রঙের মেকআপ। সারা গায়ে সোনার গয়না। ছিলফুলের সাজও। কানে ঝুমকো, নাচে নাকচাবি। ২০২১ সালে মুক্তি পায় 'পুষ্পা: দ্য রাইজ'। সেই বছরের সবচেয়ে বেশি উপার্জিত ছবি ছিল এটি। শুধু ভারতে নয়, সমাদৃত হয় বিশ্বমঞ্চেও।
আরও পড়ুন: বিয়ের আগে অন্তঃসত্ত্বা! লাল লেহেঙ্গায় সাত পাক, দ্বিতীয়বার কে পাত্র পূজার?
অল্লু অর্জুন ছাড়াও এই ছবিতে ফিরবেন রশ্মিকা মন্দনা। শ্রীভল্লি চরিত্রেই। এছাড়া মুখ্য নেতিবাচক চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে।
২০১০ সালে বাগদান হয়েছিল অল্লু অর্জুনের। ব্যবসায়ী কেসি শেখর রেড্ডি ও কবিতা রেড্ডির মেয়ে স্নেহার সঙ্গে আলাপ হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধুর বিয়েতে গিয়ে। প্রথম দেখাতেই স্নেহা মনে জায়গা করে নেন অল্লুর। প্রথমে পরিবারের মত ছিল না এই বিয়েতে। যদিও দুজনের চাপে সকলে মেনেই নেন। ২০১১ সালের ৬ মার্চ হয়েছিল গ্র্যান্ড ওয়েডিং।