বলিউড আর টলিউড--- দু জায়গােই জমিয়ে কাজ করছেন পূজা বন্দ্যোপাধ্যায়। নায়িকার হটনেস চোখ কপালে তোলে আট থেকে আশির। ছেলে কৃশিব মাত্র ৩ বছরের, খুদেকে সামলানোর সঙ্গে কড়া নজর থাকে তাঁর ফিটনেসে। 'লাভেরিয়া', 'চ্য়ালেঞ্জ-২', ‘রকি’, ‘হইচই আনলিমিটেড’-এর মতো ছবিতে অভিনয় করেছেন পূজা। তাঁর সিরিজ ‘পাপ’-ও জায়গা করেছিল দর্শক মনে।
এবার পূজাকে দেখা গেল লাল লেহেঙ্গায়। হাতে মালা ধরে দাঁড়িয়ে রয়েছেন তিনি মন্দির প্রাঙ্গনে। একেবারে ঢাকঢোল বাজিয়ে আসছে বর। এমন একটি ভিডিয়ো ভাইরাল হতেই, অনলাইনে রীতিমতো হইচই। তাহলে কুণাল বর্মাকে ডিভোর্স দিয়ে পূজা ফের বসছেন বিয়ের পিঁড়িতে?
আরও পড়ুন: শিল্পার কারণেই নাকি রবিনার সঙ্গে ছাড়াছাড়ি! বিচ্ছেদ প্রসঙ্গে অক্ষয় বলছেন, ‘বেশি করে খেতাম…’
আরও পড়ুন: ‘বুম্বাদা আমায় প্রস্তাব দিয়েছে…’, ঋতুপর্ণা-প্রসেনজিৎ জুটি নিয়ে ফের সরব শ্রীলেখা
'তুঝ সঙ্গ প্রীত লাগাই সজনা' ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন পূজা ও কুণাল। সেখান থেকে বন্ধুত্ব আর প্রেম। থাকতে শুরু করেন একসঙ্গে। করোনার সময় যখন তাঁরা আইনি বিয়ে করলেন, তখন পূজা অন্তঃসত্ত্বা। আর সেই বিয়ের কয়েক মাসের মধ্যেই কৃশিব আসে কোলে। পরে ২০২২ সালে ধুমধাম করে তাঁদের সামাজিক বিয়ে হয় গোয়াতে।
আরও পড়ুন: পার্কস্ট্রিটে মা-এর শ্যুটে কাজল! গোলাপি লং গাউনে রাস্তার ধারে নায়িকা, দেখুন ছবি
শোনা যায় তবে কুণালের আগেও সম্পর্কে জড়িয়েছিলেন পূজা। তাও মাত্র ১৫ বছর বয়সে। শোনা যায়, ২০০৪ সালে নাকি বিয়ে করেছিলেন। বিয়েটা হয়েছিল একেবারে পরিবারের অমতেই। তবে ভালোবাসার সেই সম্পর্ক সুখের হয়নি। কিছুদিন পর থেকেই ঝামেলা শুরু। ২০১৩ সালে আইনত বিবাহ-বিচ্ছেদ হয় তাঁর। যদিও এই বিয়ের কথা সত্যি কিনা তা জানা যায় নি। তবে শোনা যায়, একসময় প্রথম বরের বসু পদবিই ব্যবহার করতেন পূজা। বিচ্ছেদের পর ফের হয়ে যান বন্দ্যোপাধ্যায়। তবে এখন ছেলেকে নিয়ে সুখের সংসার কুণাল আর পূজার। কদিন আগেই অভিনেত্রী এসেছিলেন জি বাংলার রিয়েলিটি শো দাদাগিরিতে।
আরও পড়ুন: ‘মিমি-নুসরতের মতো ডেডিকেশন নেই এদের…’, প্রধান নায়িকা সৌমিতৃষা প্রসঙ্গে নির্মাতা অতনু
যেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তাতে পূজার বর হিসেবে দেখা মিলল বিজয় রাজের। রান, যুবা, ড্রিম গার্ল ২, গঙ্গুবাই কাথিয়াওয়াড়ির মতো সিনেমায় কাজ করেছেন বিজয়। এই ভিডিয়োটিও আসলে শ্যুটের সময়কার। যদিও কোন প্রোজেক্টে বাঙালি নায়িকা পূজার সঙ্গে বিয়ে হচ্ছে রানের সেই ‘কাউয়া বিরিয়ানি’ ভাইরাল দৃশ্যের বিজয়-এর তা স্পষ্ট নয়।