হাতে ধরা পিৎজা, করিনার চোখ তো আর কোনও দিকেই সরছে না। একই হাল কৃতিরও। ১টা-২টো নয় পিৎজার ৭টি টুকরো একসঙ্গে খেয়ে ফেললেন করিনা। ডায়েট ভুলে করিনা এত্ত খান! কৃতি অবশ্য মাত্র ৪ টুকরোই খেলেন। এসব দেখে হয়ত অনেকেই অবাক হবেন। দেখা গেল সেটের অন্যান্যদেরও। বোঝাই গেল বেশ খোশ মেজাজেই রয়েছেন তাঁরা। ব্যাকগ্রাউন্ডে তখন চলছে 'চোলি কে পিছে কেয়া হ্যায়' গান।
দৃশ্যটি 'ক্রু' ছবির শ্যুটিং সেটের। যদিও শ্যুটিং তখন শেষ। সেসময় সেটে চলছিল পিৎজা পার্টি। তাঁর ছবি 'ক্রু' মুক্তি পাবে ২৯ মার্চ, আর সেকারনেই সেটের এক টুকরো ঝলক পোস্ট করেছেন প্রযোজক রিয়া কাপুর। করিনা অবশ্য এই মুহূর্তে ছুটি কাটাতে গিয়েছেন তানজানিয়াতে। এই ছবির অন্যতম সদস্য টাবুকে অবশ্য এই ভিডিয়োতে দেখা যায় নি।
পিৎজা পার্টির ভিডিয়ো পোস্ট করে রিয়া লিখেছেন, ‘আর ওরা বলে নায়িকারা খায় না! কী করিনা কাপুর খান ও কৃতি স্যানন (ট্য়াগ করে)। টাবু (ট্যাগ করে তোমাকে মিস করেছি। আগামী শুক্রবারই সিনেমা হলে আসছে।’
আরও পড়ুন-৭ বছরের বিচ্ছেদ পর্ব শেষে একসঙ্গে ফিরলেন কপিল-সুনীল, শুরুতেই 'অশান্তি'! ছিলেন আর কারা?
তানজানিয়ায় কারিনা
এদিকে এই মুহূর্তে শ্যুটিং শেষ করে সইফ, তৈমুর, জেহর সঙ্গে তানজানিয়াতে ছুটি কাটাচ্ছেন করিনা কাপুর খান। সেখান থেকে শার্ট ও জিন্স পরা, চুলে খোঁপা বাঁধা নিজের একটা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন করিনা। সেই ছবি শেয়ার করেও করিনা লেখেন, ‘২৯ মার্চের জন্য অপেক্ষা করছি...#crew।’
প্রসঙ্গত রাজেশ কৃষ্ণন পরিচালিত #crew-এর প্রযোজনা করছেন একতা কাপুর, রিয়া, অনিল কাপুর এবং দিগ্বিজয় পুরোহিত। এটি বালাজি মোশন পিকচার্সের ব্যানারে অনিল কাপুর ফিল্মস অ্যান্ড কমিউনিকেশন নেটওয়ার্কের যৌথ প্রযোজনায় ২৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
টাবু, কারিনা, কৃতি ছাড়াও এই ছবিতে রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, কপিল শর্মা, রাজেশ শর্মা এবং বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়। ছবিতে প্রধান ত্রয়ীকে কাল্পনিক কোহিনূর এয়ারলাইন্সের জন্য এয়ার হোস্টেস হিসাবে দেখা যায়। আর দিলজিৎ এখানে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।