বাংলা নিউজ > বায়োস্কোপ > নেহার জন্মদিনের পার্টিতে যুজবেন্দ্র-ধনশ্রী, দেখা নেই স্বামী রোহনের! অন্দরের ছবি

নেহার জন্মদিনের পার্টিতে যুজবেন্দ্র-ধনশ্রী, দেখা নেই স্বামী রোহনের! অন্দরের ছবি

নেহার জন্মদিন পার্টির ছবি

ইনস্টাগ্রামে যুজবেন্দ্র, ধনশ্রী এবং পরিবারের সকলের সঙ্গে জন্মদিন সেলিব্রেশনের ছবি শেয়ার করে নেহা। কেক কেটে পরিবারের সঙ্গেই সেলিব্রেশনে মেতে উঠেছিলেন গায়িকা। তবে এই পার্টিতে নেহার স্বামী রোহপ্রীতের দেখা মেলেনি। কোনও ছবিতেই দেখতে পাওয়া গেল না তাঁর।

৩৫-এ পা রাখলেন অভিনেত্রী নেহা কক্কর। বন্ধু এবং পরিবারের সঙ্গে জন্মদিন সেলিব্রেশনের ছবি ভাগ করে নিয়েছেন গায়িকা। নেহার জন্মদিন পার্টিতে যোগ দিয়েছেন ক্রিকেট তারকা যুজবেন্দ্র চাহাল এবং তাঁর স্ত্রী ধনশ্রী। গায়িকার পারিবারির পার্টিতে যোগ দিয়েছেন তাঁর ভাই টোনি কক্কর এবং বোন সোনু কক্করও। তবে নেহার স্বামী রোহপ্রীত সিংয়ের দেখা মেলেনি এই পারিবারিক পার্টিতে।

ইনস্টাগ্রামে যুজবেন্দ্র, ধনশ্রী এবং পরিবারের সকলের সঙ্গে জন্মদিন সেলিব্রেশনের ছবি শেয়ার করে নেহা লেখেন, ‘জন্মদিন ০৬.০৬.২০২৩’। জন্মদিন পার্টিতে ফুলেল প্রিন্টের বেগুনি এবং হলুদ রঙের পোশাকে দেখা মেলে গায়িকার। একটি ছবিতে তাঁকে যুজবেন্দ্রর সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। সাদা শার্ট এবং ধূসর প্যান্টে দেখা যায় তারকা ক্রিকেটারকে। অন্যদিকে ধনশ্রী প্রিন্টেড শর্ট পোশাক পরেছিলেন। আরও পড়ুন: রোদের আলপনা চিকন ত্বকে, 'সোনালী মূহূর্তে' জাহ্নবী যেন অপ্সরা

দেখুন নেহার জন্মদিন পার্টি থেকে ছবি-

নেহা টি-পার্টির আরও একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা গিয়েছে চা খেতে টেবিলে বসে সকলে। সঙ্গে পানি পুরিও ছিল। ছবিগুলি শেয়ার করে নেহা লিখেছেন, ‘এবার আমার জন্মদিনে চা পার্টি… অসাধারণ দিন!!’

মধ্যরাত থেকে জন্মদিন সেলিব্রেশনে মেতে উঠছেন নেহা। কেক কেটে পরিবারের সঙ্গেই সেলিব্রেশনে মেতে উঠেছিলেন গায়িকা। তবে এই পার্টিতে নেহার স্বামী রোহপ্রীতের দেখা মেলেনি। কোনও ছবিতেই দেখতে পাওয়া গেল না তাঁর। কোথায় গেলেন নেহার স্বামী রোহনপ্রীত সিং? তাঁর অনুপস্থিতি ভাবিয়ে তুলেছে অনুরাগীদের। জন্মদিনের মধ্যরাতের সেলিব্রেশনের ছবি শেয়ার করে গায়িকা লেখেন, ‘এভাবেই আমার জন্মদিন শুরু হল… ০৬.০৬.২০২৩-এর রাত ১২টা থেকে….’।

সালটা ২০২০। চণ্ডীগড়ে দেখা হয়েছিল নেহা আর রোহনের। দেখা মাত্রই একে অপরের প্রেমে পড়েন। সেই বছরই বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত তারকা নেহা কক্কর সকলকে চমকে দিয়ে অক্টোবরে গাঁটছড়া বাঁধেন উঠতি পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে।

নেহা-রোহনপ্রীতের বিয়ে নিয়ে কম হইচই হয়নি। কপিল শর্মার শো'তে এসে নেহা জানিয়েছিলেন রোহনপ্রীত শুরুতে বিয়ের জন্য রাজি ছিলেন না। কারণ মাত্র ২৫ বছরেই বিয়ের বাঁধনে বাঁধা পড়তে মন থেকে তৈরি ছিলেন না রোহন। যদিও ৩৩ বছরের নেহা এই বয়সে প্রেম করতে রাজি নন। শুরুতেই তিনি বলে দিয়েছিলেন, ‘এবার প্রেম সম্পর্ক নয়, আমি বিয়ে করব’। এরপর নাকি ব্রেক আপ হয়ে যায় ‘নেহুপ্রীত’-এর। কিন্তু কয়েকদিনের ব্যাবধানেই রোহন বুঝতে পারেন নেহাকে ছাড়া তাঁর জীবন অচল। এরপর মদ্যপ অবস্থায় ফোন করে নেহাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রোহনপ্রীত। ২০২০ সালের অক্টোবর মাসে ধুমধাম করে বিয়ে হয় তাঁদের।

বায়োস্কোপ খবর

Latest News

শশ রাজযোগে ৫ রাশির প্রেম জীবনে আসবে সুখ সমৃদ্ধি, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল বয়কট ট্রেন্ডে হাঁটল না তিন ক্লাব, দুর্গাপুজোর সরকারি অনুদান নিচ্ছে, জানান কুণাল IAS থেকে পূজা খেদকারকে বরখাস্ত করল কেন্দ্র! জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ আছে রেলের খাবারের সঙ্গে পাঁচতারা হোটেলের তুলনা, লোক হাসালেন ইনফ্লুয়েন্সার প্যারালিম্পিক্স সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বহন করবেন ইতিহাস গড়া দুই প্লেয়ার পুজোয় ভিড় এড়াতে চলে যান দার্জিলিংয়ের এই অফবিট পাহাড়িগ্রামে জল্পনার অবসান! কেকেআর হাত বাড়িয়েও পাচ্ছে না কিংবদন্তিকে বিয়ের পর প্রথম গণেশ চতুর্থী রাধিকার! কেমন সাজলেন আম্বানিদের ছোট বউ পর্দায় 'বঙ্গবন্ধুর' চরিত্রে অভিনয়, এবার তাই ১০ কাঠা জমি হারালেন বাংলাদেশের শুভ প্রথম ও শেষ মেট্রোর সময় পালটে যাচ্ছে হাওড়া ময়দান-এসপ্ল্যানেডে, রইল টাইমটেবিল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.