অপেক্ষা প্রায় ফুরিয়েই এল। আর কদিন পরেই মুক্তি পেতে চলেছে দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। তার ঠিক আগেই এখন এক এক করে মুক্তি পাচ্ছে এই ছবির গান। কিছু দিন আগেই প্রকাশ্যে আসে ব্যোমকেশের টাইটেল ট্র্যাক। এবার এল এই ছবিতে ব্যবহৃত হওয়া রবীন্দ্র সঙ্গীত ‘ও যে মানে না মানা’।
লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে গানটি ব্যবহৃত হয়েছে এই ছবিতে। ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবিতে মিউজিক প্রোডাকশনের কাজ করেছেন সুদীপ্ত পাল এবং দীপ্তার্ক বসু। সোমবার, ৭ অগাস্ট মুক্তি পেয়েছে এই গানটি। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের ইউটিউব পেজে পোস্ট করা হয় গানটি।
রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মননে, জীবনে জড়িয়ে আছেন ওতপ্রোত ভাবে। তিনি বাঙালির প্রাণের ঠাকুর। ফলে বাংলা ছবিতে বারবার নানা সময় ব্যবহৃত হয়েছে তাঁর লেখা গান। এবারও সেটার ব্যতিক্রম হল না। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পের উপর ভিত্তি করে তৈরি হওয়া ছবিতেও শোনা যাবে ‘ও যে মানে না মানা’।
গানটি সম্পূর্ণ ভাবে দৃশ্যায়িত হয়েছে দেব এবং রুক্মিণীর উপর অর্থাৎ ব্যোমকেশ এবং সত্যবতীর উপর। গানের শুরুতেই দেখা যায় ব্যোমকেশের সঙ্গে রহস্য সন্ধানে যেতে চায় গর্ভবতী সত্যবতী। ব্যোমকেশ তাতে সম্মতি দেয়। এরপরই তাঁরা গাড়ি চড়ে জঙ্গলের মধ্যে দিয়ে রওনা দেন দুর্গের উদ্দেশ্যে। সেখানেই ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে লগ্নজিতার কণ্ঠে এই গানটি। এরপরই একে একে ফুটে ওঠে দুর্গের নানা অংশে ব্যোমকেশ ও সত্যবতীর ঘিরে বেড়ানো এবং নানা টুকরো মুহূর্ত। ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবিতে ব্যোমকেশকে যে কেবল একজন সত্যান্বেষীর রূপে দেখানো হয়েছে এমনটা একেবারে নয়। তাকে এখানে আদর্শ স্বামী এবং আদর্শ বাবা হিসেবেও দেখানো হয়েছে যে তাঁর আসন্ন সন্তানের কথা ভেবে ধূমপান পর্যন্ত ছেড়ে দিয়েছিল। (যদিও এটা আসল গল্প নেই।)
আরও পড়ুন: 'এই একটাই, আর ব্যোমকেশ করব না', দেবের কী অভিমান হয়েছে?
আগামী ১১ অগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। ব্যোমকেশের চরিত্রে রয়েছেন দেব। তাঁর ‘একমাত্র সত্য’, অর্থাৎ সত্যবতী হয়েছেন রুক্মিণী মৈত্র। অজিতের চরিত্রে আছেন অম্বরীশ ভট্টাচার্য। এছাড়া অন্যান্য ভূমিকায় সত্যম ভট্টাচার্য, রজতাভ দত্ত, প্রমুখকে দেখা যাবে। বিরসা দাশগুপ্ত এই ছবির পরিচালনা করেছেন।
সেদিন ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছাড়াও মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার এবং পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ‘OMG ২’, সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত ‘গদর ২’, এবং মধুমিতা সরকার এবং অপরাজিতা আঢ্য অভিনীত ‘চিনি ২’। ফলে এই দিন যে বক্স অফিসে জোর টক্কর জমে উঠবে সেটা বলাই বাহুল্য।