এখনও ছবি মুক্তি পায়নি, ইনফ্যাক্ট মুক্তি পেতে এখনও বেশ খানিকটা সময় বাকি তার আগেই বড় ঘোষণা করলেন দেব। ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবিটির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেব স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি এই একটাই ব্যোমকেশ করবেন। আর তাঁকে এই রূপে দেখা যাবে না।
ছক ভেঙে যখন দেব আদ্যোপান্ত নতুন ধরনের কিছু করতে চলেছেন বলে ঘোষণা করেন তখন শুরু হয় তুমুল ট্রোল। তবে কি সেই কারণেই অভিমান হয়েছে তাঁর?
না, না তেমন কিছুই হয়নি। দেব এদিন ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে জানান 'আমার ব্যোমকেশ আসলে একটা সাহস। আমি দেখাতে চেয়েছিলাম যে একটা গল্পকে কতটা লার্জ স্কেলে দেখানো যেতে পারে। যদি এই ছবি ব্যবসা না করে, প্রযোজকরা যদি তাঁদের টাকা ফেরত না পান আমরা আবার ব্যোমকেশকে ড্রয়িং রুমে নিয়ে যাব।'
একই সঙ্গে দেব বলেন, 'আমি এই একটাই ব্যোমকেশ করব। এরপর আমি আর ব্যোমকেশ করব না। কিন্তু আগামীতে যাঁরা করবেন তাঁরা সাহস পাবেন ছবিটিকে বড় স্কেলে শুট করার।'
ব্যোমকেশ এর আগেও একটি ভিডিয়োতে জানিয়েছিলেন তাঁদের এই ছবির শুটিংয়ে ভীষণ কষ্ট হয়েছে দুর্গের অত সিঁড়ি ওঠা নামায়। কিন্তু একই সঙ্গে তাঁরা মজাও করেছেন প্রচুর।
দেবের কাছে ব্যোমকেশ কী?
অভিনেতা ব্যোমকেশ প্রসঙ্গে এদিন বলেন, 'আমার কাছে ব্যোমকেশ জেমস বন্ডের থেকে কম নয়। শার্লক হোমসের থেকে কম নয় ব্যোমকেশ। আমার গোয়েন্দা কেন বাকিদের থেকে কম হবে? আসলে আমরা শুরুতেই ঠিক করে নিয়েছিলাম যে আমরা চেনা গতে এই ছবি বানাব না। আন্তর্জাতিক মানের ছবি করব যাতে সবাই গর্ব করতে পারে।'
তবে দেব আর ব্যোমকেশ করবেন না শুনেই অখুশি হয়েছেন তাঁর অগণিত ভক্তরা। তাঁরা তাঁর প্রচেষ্টায় যেমন খুশি, ছবির জন্য যেমন মুখিয়ে আছেন তেমনই তাঁরা দেব আগামীতে আবার এই ছবিতে দেখতে চান বলেই জানিয়েছেন।