বাংলা নিউজ > বায়োস্কোপ > Pankaj Tripathi: ‘পুলিশের মার খেয়েছি, জেলও খেটেছি’, এবার লোকসভা ভোটের আগে বড় ঘোষণা পঙ্কজ ত্রিপাঠির

Pankaj Tripathi: ‘পুলিশের মার খেয়েছি, জেলও খেটেছি’, এবার লোকসভা ভোটের আগে বড় ঘোষণা পঙ্কজ ত্রিপাঠির

পঙ্কজ ত্রিপাঠি

বিহারের ভূমিপুত্র পঙ্কজ জানিয়েছেন, সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘ম্যায় অটল হুঁ’। সেখানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি। আর তাই নির্বাচন কমিশনের সঙ্গে তাঁর চুক্তিতে উল্লেখিত শর্তাবলী অনুযায়ী 'ন্যাশনাল আইকন' পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। 

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে এবার নির্বাচন কমিশনের 'ন্যাশনাল আইকন' পদ ছাড়লেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। ভোট নিয়ে দেশের নাগরিকদের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিতে ২০২২-এর অক্টোবরে নির্বাচন কমিশনের তরফে 'ন্য়াশনাল আইকন' হিসাবে ঘোষণা করা হয়েছিল পঙ্কজ ত্রিপাঠিকে। তবে এবার সেই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন অভিনেতা।

কিন্তু কেন এই সিদ্ধান্ত?

বিহারের ভূমিপুত্র পঙ্কজ জানিয়েছেন, সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘ম্যায় অটল হুঁ’। সেখানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি। আর তাই নির্বাচন কমিশনের সঙ্গে তাঁর চুক্তিতে উল্লেখিত শর্তাবলী অনুযায়ী 'ন্যাশনাল আইকন' পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। নির্বাচন কমিশনের তরফেই অভিনেতার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ECI এর তরফে ২০২২ সালে অক্টোবর থেকে ভোটারদের মধ্যে সচেতনতার প্রসার এবং #SVEEP-এ তার প্রভাবশালী অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ইসিআই-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে পুরো বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছে।

আরও পড়ুন-‘মলদ্বীপ যাবেন না, দেশের অন্যত্র শ্যুটিং করুন’, এবার প্রযোজক, অভিনেতাদের কাছে আবেদন সিনে ফেডারেশনের

এদিকে সামনেই লোকসভা নির্বাচন। তারপর ২২ জানুয়ারি রয়েছে অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন। তার আগে ১৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে পঙ্কজ ত্রিপাঠি অভিনীত ছবি ‘ম্যায় অটল হুঁ’। যেটি কিনা আদ্যপ্রান্ত একটা রাজনৈতিক ছবি। 

এর আগে ANI-কে দেওয়া সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠি তাঁর রাজনীতিবিদ হওয়ার ইচ্ছের কথা বলেছিলেন। বলেন, বিহারে তো সকলেই রাজনীতিক। তিনি জানান, কলেজের পড়াকালীন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সদস্য ছিলেন। সেসময় শুরুতে রাজনীতি করার ইচ্ছে থাকলেও পড়ে সে শখ চলে যায়। কারণটাও অকপটে জানান পঙ্কজ। বলেন, ABVP-র সদস্য থাকাকালীন আন্দোলনে নেমে পুলিশের মার খেয়েছিলেন তিনি। একসপ্তাহ জেলেও থাকতে হয়েছিল তাঁকে। তখনই বুঝেছিলেন রাজনীতি বড়ই কঠিন। 

পঙ্কজ জানান, রাজনীতি থেকে সরে এসে ধীরে ধীরে নাটক, থিয়েটারের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। সেসময় তিনি বহু থিয়েটার, স্ট্রিট থিয়েটার দেখেছেন। এরপর পাটনায় এসে কাইলদাস রঙ্গালয়ে নিজেই নিজের নাম নথিভুক্ত করেন। তখন তাঁর মনে হয়েছিল এটা রাজনীতির থেকে অনেক ভালো।

এদিকে 'ম্যায় অটল হুঁ' ছবিতে অভিনয়ের বিষয়ে পঙ্কজ ত্রিপাঠি বলেন, ‘এটা আমার কাছে সিনেমার থেকেও বেশি, অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করার এই যাত্রাটা সত্যিই আমার হৃদয়ের খুব কাছের। মানুষটা সত্যিই একজন কিংবদন্তি এবং আমরা তার অনুপ্রেরণামূলক গল্পকে বিশ্বের সামনে নিয়ে আসতে পেরে সম্মানিত। আমি আশা করি দর্শকরাও আমাদের এই প্রচেষ্টার পাশে থাকবেন। 

বায়োস্কোপ খবর

Latest News

মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছিল ‘দুর্জয়’-এর? অর্কপ্রভ বলছেন, ‘খুব একটা আহামরি..’ ১৪ মে সূর্যর বৃষে গমন, চার রাশির ভাগ্য হবে উজ্জ্বল, বাড়বে আয়, পাবেন সন্মান নির্বাচনী ফয়দা তুলতে বানানো অভিযোগ, বিবৃতি দিয়ে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে তদন্তও করতে পারবে না পুলিশ মোহনবাগানে ক্লোজ ডোর অনুশীলন! ফাইনালের জন্য কী গোপনে নতুন কৌশল তৈরি করছেন হাবাস? পান্ডিয়ার 'আমলা' স্ত্রীকে দায়িত্ব থেকে সরানোর দাবি, বিজেপির নালিশ কমিশনে দফতরে ডেকে বার বার শ্লীলতাহানি, রাজ্যপালের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ করলেন মহিলা? অঞ্জনের মাস্টারপিস! ‘চালচিত্র এখন’-এর ট্রেলার জুড়ে মৃণাল ম্যাজিক, কবে মুক্তি? ‘আমি জানি, অন্য অধিনায়করাও আমার কথা শুনছে’, স্পিনার নিয়ে পুরো ঘেঁটে দিলেন রোহিত! শাক্সগাম উপত্যকায় নির্মাণ কাজ কেন? চিনের কাছে বড় প্রতিবাদ ভারতের

Latest IPL News

দলে হার্দিকের কোনও বিকল্প হতে পারে না- পান্ডিয়াকে নিয়ে নিজের যুক্তি দিলেন আগরকর আমাদের কয়েকটা জিনিস এখনও ঠিক করতে হবে- জিতেও নিজেদের ভুল খুঁজছেন কেএল রাহুল IPL ও বিশ্বকাপ এক নয়, আর সেজন্য বিরাটকে দরকার! রোহিতের হাসির মধ্যেই বললেন আগরকর বড় সমস্যার সামনে CSK! টিমের একাধিক বোলারের পরের ম্যাচ খেলা অনিশ্চিত, চিন্তায় দল KKR-এর জন্য বড় ধাক্কা! দেশে ফিরলেন নাইটদের তারকা বিদেশি ক্রিকেটার LSG-র কাছে ম্যাচ হেরেও মন জিতলেন বুমরাহ! খুদে ভক্তের হাতে তুলে দিলেন বিশেষ উপহার কেরল থেকে উঠে এসে জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন…কেন একথা বললেন সঞ্জু স্যামসন? আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে খেলতে হবে লাহোরে, ভেনু প্রকাশ পাক বোর্ডের বিশ্বকাপের দলে চার স্পিনার,আগেই হেরে বসে আছে ভারত…দাবি অস্ট্রেলিয়ান তারকার IPL 2024- বিরাটের স্ট্রাইক রেট নিয়ে টানা বিতর্ক, বেজায় চটেছেন প্রাক্তন সতীর্থ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.