বাংলা নিউজ > বায়োস্কোপ > Pankaj Tripathi: ‘পুলিশের মার খেয়েছি, জেলও খেটেছি’, এবার লোকসভা ভোটের আগে বড় ঘোষণা পঙ্কজ ত্রিপাঠির

Pankaj Tripathi: ‘পুলিশের মার খেয়েছি, জেলও খেটেছি’, এবার লোকসভা ভোটের আগে বড় ঘোষণা পঙ্কজ ত্রিপাঠির

পঙ্কজ ত্রিপাঠি

বিহারের ভূমিপুত্র পঙ্কজ জানিয়েছেন, সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘ম্যায় অটল হুঁ’। সেখানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি। আর তাই নির্বাচন কমিশনের সঙ্গে তাঁর চুক্তিতে উল্লেখিত শর্তাবলী অনুযায়ী 'ন্যাশনাল আইকন' পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। 

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে এবার নির্বাচন কমিশনের 'ন্যাশনাল আইকন' পদ ছাড়লেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। ভোট নিয়ে দেশের নাগরিকদের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিতে ২০২২-এর অক্টোবরে নির্বাচন কমিশনের তরফে 'ন্য়াশনাল আইকন' হিসাবে ঘোষণা করা হয়েছিল পঙ্কজ ত্রিপাঠিকে। তবে এবার সেই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন অভিনেতা।

কিন্তু কেন এই সিদ্ধান্ত?

বিহারের ভূমিপুত্র পঙ্কজ জানিয়েছেন, সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘ম্যায় অটল হুঁ’। সেখানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি। আর তাই নির্বাচন কমিশনের সঙ্গে তাঁর চুক্তিতে উল্লেখিত শর্তাবলী অনুযায়ী 'ন্যাশনাল আইকন' পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। নির্বাচন কমিশনের তরফেই অভিনেতার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ECI এর তরফে ২০২২ সালে অক্টোবর থেকে ভোটারদের মধ্যে সচেতনতার প্রসার এবং #SVEEP-এ তার প্রভাবশালী অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ইসিআই-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে পুরো বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছে।

আরও পড়ুন-‘মলদ্বীপ যাবেন না, দেশের অন্যত্র শ্যুটিং করুন’, এবার প্রযোজক, অভিনেতাদের কাছে আবেদন সিনে ফেডারেশনের

এদিকে সামনেই লোকসভা নির্বাচন। তারপর ২২ জানুয়ারি রয়েছে অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন। তার আগে ১৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে পঙ্কজ ত্রিপাঠি অভিনীত ছবি ‘ম্যায় অটল হুঁ’। যেটি কিনা আদ্যপ্রান্ত একটা রাজনৈতিক ছবি। 

এর আগে ANI-কে দেওয়া সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠি তাঁর রাজনীতিবিদ হওয়ার ইচ্ছের কথা বলেছিলেন। বলেন, বিহারে তো সকলেই রাজনীতিক। তিনি জানান, কলেজের পড়াকালীন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সদস্য ছিলেন। সেসময় শুরুতে রাজনীতি করার ইচ্ছে থাকলেও পড়ে সে শখ চলে যায়। কারণটাও অকপটে জানান পঙ্কজ। বলেন, ABVP-র সদস্য থাকাকালীন আন্দোলনে নেমে পুলিশের মার খেয়েছিলেন তিনি। একসপ্তাহ জেলেও থাকতে হয়েছিল তাঁকে। তখনই বুঝেছিলেন রাজনীতি বড়ই কঠিন। 

পঙ্কজ জানান, রাজনীতি থেকে সরে এসে ধীরে ধীরে নাটক, থিয়েটারের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। সেসময় তিনি বহু থিয়েটার, স্ট্রিট থিয়েটার দেখেছেন। এরপর পাটনায় এসে কাইলদাস রঙ্গালয়ে নিজেই নিজের নাম নথিভুক্ত করেন। তখন তাঁর মনে হয়েছিল এটা রাজনীতির থেকে অনেক ভালো।

এদিকে 'ম্যায় অটল হুঁ' ছবিতে অভিনয়ের বিষয়ে পঙ্কজ ত্রিপাঠি বলেন, ‘এটা আমার কাছে সিনেমার থেকেও বেশি, অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করার এই যাত্রাটা সত্যিই আমার হৃদয়ের খুব কাছের। মানুষটা সত্যিই একজন কিংবদন্তি এবং আমরা তার অনুপ্রেরণামূলক গল্পকে বিশ্বের সামনে নিয়ে আসতে পেরে সম্মানিত। আমি আশা করি দর্শকরাও আমাদের এই প্রচেষ্টার পাশে থাকবেন। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.