বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত নায়িকা তিনি। আপতত ‘নাগকন্যা’ হিসাবে সবার নজর কাড়ছেন সুস্মিতা দে। শোবিজ জগতের মানুষরা সাধারণত নিজেদের ব্যক্তিগত জীবন গোপন রাখতেই ভালোবাসেন, কিন্তু এই মামলায় একদম উলটো ছোটপর্দার ‘পঞ্চমী’। খুল্লমখুল্লা সুস্মিতার প্রেম। অভিনেত্রী তাঁর মনের মানুষের নাম-পরিচয় কোনওটাই গোপন রাখেননি কোনওদিন।
শনিবার সুস্মিতার জীবনের খাস দিন। আর নায়িকার জন্মদিনটা আরও স্পেশ্যাল করে তুললেন তাঁর মনের মানুষ অনির্বাণ রায়। গত তিন বছর ধরেই প্রণয় ডোরে আবদ্ধ সুস্মিতা-অনির্বাণ। সুস্মিতার সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলে হামেশাই অনির্বাণের সঙ্গে রোম্যান্টিক ছবি বা রিল ভিডিয়ো চোখে পড়বে। জন্মদিনেও প্রেমিককে পাশে নিয়েই কেক কাটলেন সুস্মিতা। প্রেমিকার উপর থেকে চোখ সরছিল না অনির্বাণের। এদিন ফিকে গোলাপি লেহেঙ্গায় সেজেছিলেন সুস্মিতা, অন্যদিকে সোনালি বন্ধগলায় দেখা মিলল অনির্বাণের। দুজনের সাজ-পোশাক আর আয়োজনের বহর দেখে তো চোখ কপালে অনুরাগীদের! অনেকের মনেই প্রশ্ন, তবে কি গোপনে বাগদানটাও সেরে ফেলেলন সুস্মিতা?
কমেন্ট বক্সে ‘অপরাজিতা অপু’র জন্য় উপচে পড়ছে এমন প্রশ্ন। এই ব্যাপারে সুস্মিতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভবপর হয়নি। কিন্তু জানা যাচ্ছে, এক ঘনিষ্ঠর বিয়ের আসরেই এই সেলিব্রেশন। তাই সাবেকি পোশাকে সেজেছিলেন দুজনেই। হাজির ছিল পরিবারের সদস্যরাও।
পেশায় ইভেন্ট অর্গানাইজার অনির্বাণ, বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত। কাজের সূত্রেই আলাপ দুজনের জানা যায়, কটি সৌন্দর্য প্রতিযোগিতার সূত্রে আলাপ দুজনের। সুস্মিতাকে জন্মদিনে আইফোনের লেটেস্ট মডেল উপহার দিলেন অনির্বাণ। যার মূল্য লক্ষাধিক টাকা। এমন উপহার পেয়ে তো আবেগে গদগদ সুস্মিতা। প্রেমিককে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘হ্যাপি মি…ধন্যবাদ মিস্টার রায়’।
আরও পড়ুন-নাগকন্যা ‘পঞ্চমী’র সঙ্গে রোম্যান্স, লম্বা বিরতির পর টেলিভিশনের পর্দায় কামব্যাক রাজদীপের
এদিন হাঁটু মুড়ে বসে সুস্মিতাকে উপহার দিলেন অনির্বাণ, যেন আংটি হাতে প্রোপোজ করতেই বসে পড়েছেন! ‘পরিণীতা’ ছবির গানের কথা ধার করে সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রেমিক। প্রসঙ্গত, ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের সঙ্গে অভিনয় জগতে পা রাখেন সুস্মিতা। এরপর ‘বউমা একঘর’ ধারাবাহিকে দেখা মিলেছিল তাঁর। যদিও মাত্র তিন মাসেই বন্ধ হয় সেই মেগা। ব্যর্থতা ভুলে আপতত ‘পঞ্চমী’ নিয়ে ব্যস্ত সুস্মিতা।
গোপন প্রেম প্রকাশ্যে এসেছে আগেই আর এখন তো চোখে মুখে দুজনেরই বার্তা- ‘বেশ করেছি প্রেম করেছি’। এনগেজমেন্টের জল্পনা উস্কে দিয়েছে এই ছবি, এখন দেখবার কবে চার হাত এক হল সুস্মিতা-অনির্বাণের!