কিছুদিন আগেই ছাত্রকে বেধড়ক মারধর করায় খবরের শিরোনামে উঠে এসেছিলেন পাকিস্তানি গায়ক রাহাত ফতে আলি খান। নিজের জন্য সাফাইও দিয়েছেন যদিও তিনি। কিন্তু তাঁর এই কাজ দেখে বেজায় চটেছেন নেটিজেনরা। এর মাঝে ফের তিনি একটি বেফাঁস মন্তব্য করে বসলেন। ভারতীয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বললেন, তাঁরা বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং করতে যান যাতে তাঁরা সেখানে পাকিস্তানি শিল্পীদের ডাকতে পারেন পারফর্ম করার জন্য।
ভারতীয়দের নিয়ে বেফাঁস মন্তব্য রাহাত ফতে আলি খানের
আদিল আসিফকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি গায়ক রাহাত ফতে আলি খান জানিয়েছেন ভারতীয় শ্রোতারা তাঁর বা আতিফ আসলামের মতো গায়কদের গান শুনতে পছন্দ করেন। চান যাতে তাঁরা তাঁদের বিয়েতে এসে গান গেয়ে তাঁদের বিনোদন দেন।
রাহাত জানান তিনি এখন ভারতে আসতে পারেন না। তাই নাকি অনেক ভারতীয়রাই বিদেশে গিয়ে বিয়ে করেন যাতে তাঁরা সেখানে সহজেই তাঁকে বা শাফকাত আমানত আলি বা আতিফ আসলামকে ডাকতে পারেন। কারণ এই শিল্পীদের ভারতে আসতে মানা।
প্রসঙ্গত, ২০১৬ সালে উড়ি হামলা হওয়ার পর থেকেই ভারতে পাকিস্তানি শিল্পীদের অনুষ্ঠান করতে বা কাজ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই থেকে এই নিষেধাজ্ঞা বহাল আছে। ফলে ওপার থেকে কোনও শিল্পীই এখানে কাজের জন্য আসতে পারেন না।
আরও পড়ুন: 'বুঝতে পারিনি...' বিগ বস শেষ হতেই অনুতপ্ত ভিকি! নিজের কোন ভুলের কথা স্বীকার করলেন অঙ্কিতার বর?
তবে বর্তমানে ভারতে পাকিস্তানি শিল্পীদের উপর যতই নিষেধাজ্ঞা থাকুক না কেন এ কথা সত্যি যে ভারতীয়রা পাকিস্তানি শিল্পী, মূলত রাহাত ফতে আলি খানের গান শুনতে ভালোবাসেন। এখনও তাঁর গান এদেশে সমান জনপ্রিয় তাঁর ভক্তদের মধ্যে।
ছাত্রকে মারা নিয়ে কী বললেন রাহাত?
এছাড়াও তিনি এদিন ছাত্রকে মারার বিষয় নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন এটা তাঁর শিক্ষার অঙ্গ। সম্প্রতি সেই ছাত্রকে জুতো দিয়ে মারার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছিল।