প্রকাশ্যে এল সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এবং বহু প্রতীক্ষিত সিরিজ হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজারের প্রথম লুক। এই সিরিজে থাকা সমস্ত চরিত্রদের প্রথম লুক এদিন প্রকাশ্যে আনা হল। এখানে মুখ্য ভূমিকায় থাকবেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা প্রমুখ। এই সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পাবে।
হীরামান্ডি সিরিজের প্রথম লুক
সঞ্জয় লীলা বনশালি মানেই দুর্দান্ত সেট, নজর কাড়া সব লুক। দেবদাস, বাজিরাও মাস্তানি, সহ একাধিক ছবির মতোই তাঁর এই নতুন সিরিজের লুক নজর কাড়ল। বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে আনা হয় এই সিরিজে থাকা সমস্ত চরিত্রদের প্রথম লুক।
আরও পড়ুন: 'ওর মতো কেউ আমায়...' প্রেমের বিষয়ে মুখে টুঁ শব্দ নেই, তবুও বিজয়ের স্তুতি করে কী বললেন রশ্মিকা?
আরও পড়ুন: ক্রাইম থেকে প্রেম-ভূত, ফেব্রুয়ারিতে বড়পর্দা এবং ওটিটিতে আসছে বিভিন্ন রকমের ছবি
এই সিরিজের প্রথম লুক থেকেই স্পষ্ট এখানে উঠে আসবে হীরামান্ডি নামক এই জেলার সাংস্কৃতিক সত্যটা। এখানকার বাসিন্দাদের প্রাকস্বাধীনতা যুগে ভালোবাসা, প্রতারণার গল্প উঠে আসবে এখানে। ১৯৪০ সালের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে এই ছবিটি।
এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা,অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সানজিদা শেখ, প্রমুখকে। তবে কবে থেকে এই সিরিজের স্ট্রিমিং শুরু হবে সেটা এখনও জানানো হয়নি। তবে ২০২৪ সালেই যে এই সিরিজটি নেটফ্লিক্সে আসবে সেটা নিশ্চিত। বৃহস্পতিবার নেটফ্লিক্সের তরফে এই সিরিজের কলাকুশলীদের লুক প্রকাশ্যে এনে লেখা হয়, 'সঞ্জয় লীলা বনশালির প্রথম সিরিজ হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজারের ফার্স্ট লুক প্রকাশ্যে আনা হল।'
আরও পড়ুন: খুনির চরিত্র পেলে বাস্তবেও খুন করতে পারেন পিয়ালি! দিদির মঞ্চে ফুলকির ধানুকে নিয়ে আশঙ্কা প্রকাশ
হীরামান্ডির বিষয়ে
এখানে থাকা মহিলাদের কোঠায় তৈরি হওয়া প্রেমের গল্প থেকে বিচ্ছেদ, প্রতারণা সবটাই উঠে আসবে এই সিরিজে। এই সিরিজটির পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনশালি।
কে কী বলছেন?
এই সিরিজের প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ দাবি করেছেন এটিকে সিরিজ হিসেবে নয়, বরং সিনেমা হিসেবে যেন সেটাকে বিশ্বজুড়ে মুক্তি দেওয়া হয়। এক ব্যক্তি লেখেন, 'দারুণ হয়েছে লুকগুলো'। কেউ আবার লেখেন, ‘মুখিয়ে রইলাম এই সিরিজের জন্য।’