টলিপাড়ার পরিচিত মুখ অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। একাধিক হিট বাংলা ছবিতে কাজ করেছেন তিনি। ব্যোমকেশের সত্যবতী শুনলেই মনে ভেসে আসে ঋদ্ধিমার মুখটা। সঙ্গে তাঁর পরিচয় তিনি অভিনেতা গৌরব চৌধুরীর স্ত্রী। টলিউডে তাঁর আর গৌরবের জুটি বড়ই পছন্দ করেন দর্শকরা।
১৬ সেপ্টেম্বর, এক শনিবার মধ্যাহ্ণে খবর এসেছিল ঋদ্ধিমা ও গৌরবের কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান। দাদু হয়েছেন সব্যসাচী। গত বছর পয়লা বৈশাখের শুভ দিনেই মা-বাবা হতে চলার শুভ খবর ভাগ করে নিয়েছিলেন তাঁরা। জানা যায়, ছেলে হয়েছে তাঁদের। তবে হঠাৎই ঋদ্ধিমাকে আরও একবার বেবিবাম্প-সহ দেখে অবাক অনুরাগীরা। ফের কি মা হচ্ছেন, উঠল প্রশ্ন।
সেপ্টেম্বরে ছেলে হওয়ার পর একটি যৌথ বিবৃতি দিয়ে তাঁরা ইনস্টাগ্রামে লিখেছিলেন, 'গতকাল আমাদের পৃথিবীতে এক নতুন আলো এল। আমাদের ছেলে। ওর জীবনের যাত্রাপথ আনন্দে ভরে উঠুক। জীবনে যেন অনেক বড় হয় এবং নিজের জীবনের একটা সুন্দর গল্প লিখতে পারে। এই পৃথিবীত যেন নিজের ছাপ রাখতে পারে। তোমায় খুব ভালোবাসি ধীর (Dheer)।’
ঋদ্ধিমাকে ছবিতে দেখা গেল বেগুনি রঙের গাউনে। সুস্পষ্ট বেবিবাম্প ধরে আছেন দু হাতে। মুখে স্মিত হাসি, কার্ল করা চুল। সাইড স্লিট থেকে বেরিয়ে আছে পা। তবে ছবিখানা একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে, এটি থ্রো ব্যাক পোস্ট। অর্থাৎ ধীরের জন্মের আগে করা ফোটোশ্যুটের ছবি।
ক্যাপশনে ঋদ্ধিমা লিখেছেন, ‘পুরনো সেই দিন, যখন আমরা (তিনি ও গৌরব) খুদের সঙ্গে দেখা করার জন্য দিন গুনছিলাম।’
কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘রং মিলান্তি’র স্ক্রিপ্ট রিডিং সেশনে প্রথম দেখা হয়েছিল ঋদ্ধিমা আর গৌরবের। সেই ২০১০ সালে। একসঙ্গে পথ চলার দীর্ঘ ১৪ বছর। এখন সংসারে আরেক সদস্য যোগ হয়েছে। মা হওয়ার পর আপাতত অভিনয় দুনিয়া থেকে দূরেই রয়েছেন ঋদ্ধিমা ঘোষ। এমনকী, হইচইয়ের শেষ ব্যোমকেশ সিরিজে তাঁর জায়গায় আসেন সোহিনী। তবে খুব জলদিই কাজে ফিরবেন।
নাতিকে নিয়ে উৎফুল্ল সব্যসাচী। অবশ্য দাদু হয়েছেন তিনি বহু আগে। ছোট ছেলে অর্জুনের মেয়ে অবন্তিকা আসায়। গৌরব এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছুটিছাটা এলেই গোটা পরিবার একসঙ্গে হইচই করে সময় কাটায়। তবে ধীরকে নিয়ে সবচেয়ে উত্তেজিত থাকে ছোট্ট অবন্তিকাই। দিদি বলে কথা!