দিদি আর মায়ের সঙ্গে ছবিটি শেয়ার করে নিয়েছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। পারলেন আপনি চিনতে?
1/5তারকাদের ছোটবেলার ছবি বরাবরই আকৃষ্ট করে নেট-নাগরিকদের। খুদে বয়সের মিষ্টি ছবিতে ভালোবাসা দেখানোর কোনও সুযোগই ছাড়েন না অনুরাগীরা। এবার মা আর দিদির সঙ্গে ছবি শেয়ার করে নিলেন টলিউডের এই অভিনেত্রী। দেখুন তো পারলেন কি না চিনতে?
2/5উপরের ছবিটি বাঙালি পরিচালক শতরূপার সঙ্গে তাঁর দুই মেয়ে ঋতাভরী আর চিত্রাঙ্গদার। দুজনেই টলিউডের নাম করা অভিনেত্রী। উৎপলেন্দু চক্রবর্তীর সঙ্গে আলাদা হওয়ার পর দুই মেয়েকে একা হাতেই মানুষ করেছেন শতরূপা। আর মেয়েরাও মা বলতে অজ্ঞান।
3/5এর আগে মা শতরূপার জন্মদিনে এক সোশ্যাল পোস্টে ঋতাভরীকে লিখতে দেখা গিয়েছিল, 'শুভ জন্মদিন মা না কি আমার মাতৃদিবস বলা উচিত? ডা. শতরূপা সান্যাল একজন লেখিকা, পরিচালক, কবি, ডাক্তার, কম্পোজার, সমাজসেবী কিন্তু সবকিছুর ওপরে তিনি একজন মা...একজন মা!' অন্য দিকে, ২০১৯ সালে চিত্রাঙ্গদা তাঁর মাকে ফাদার্স ডে উপলক্ষ্যে উপহার হিসেবে দিয়েছিলেন নিজের নামের পর মায়ের নাম। ঋতাভরীর দিদি এখন নিজের নাম লেখেন চিত্রাঙ্গদা শতরূপা।
4/5১২ মে মুক্তি পেয়েছে ফাটাফাটি। ঋতাভরী চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি গল্প মন কেড়েছে দর্শকদের। দ্বিতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে ফাটিয়ে ব্যবসা করছে ফাটাফাটি।
5/5খুব জলদি অভিনেত্রীর বিয়ের পিঁড়িতে বসার কথাও রয়েছে। অভিনেত্রী মন দিয়েছেন ডাক্তার তথাগত চট্টোপাধ্যায়কে। দিনকয়েক আগে তাঁদের বিচ্ছেদের খবরও সামনে আসে। শোনা যেতে শুরু করে তথাগতর পরিবারের আপত্তির কারণেই নাকি ভেঙেছে সম্পর্ক। অবশেষে মুখ খোলেন ঋতাভরী। লম্বা পোস্ট করেন তথাগত নিজেও। অনুরোধ করেন, যাতে পরিবারকে টেনে এনে এরকম ভুয়ো খবর ছড়ানো না হয়। নিজের অনুরাগীদেরও অনুরোধ করেন তাঁরা যেন এরকম খবরে চোখ বন্ধ করে বিশ্বাস না করে।