যশরাজ স্পাইভার্সের পরবর্তী ছবি কী হবে এখন সেই দিকেই তাকিয়ে আছেন সকলে। আর এবার সেই তেমনই এক তথ্য সকলের সামনে এল। আদিত্য চোপড়া আবারও তাঁর স্পাইভার্সের সব থেকে চার্মিং চরকে পর্দায় নিয়ে আসতে চলেছেন। এই স্পাইভার্সের সব থেকে সফল এবং বেশি ব্যবসা করা ছবি হল পাঠান। এটা ভারতীয় বক্স অফিসেই কেবল ১৬৮৫ কোটি টাকা আয় করেছে। এবার জানা গেল পাঠান ২ আসছে।
পাঠান ২ আসছে?
যশরাজ স্পাইভার্সের প্রথম স্পাই মুভি ছিল এক থা টাইগার। এই ছবিটি ২০১৫ সালে মুক্তি পায়। এরপর একে একে টাইগার জিন্দা হ্যায়, ওয়ার, পাঠান, টাইগার ৩ এসেছে। ওয়ার ২ আসছে, আর জোর চর্চায় রয়েছে টাইগার ভার্সেস পাঠান। তবে এতগুলো ছবির মধ্যে সব থেকে হিট ছবি এই স্পাইভার্সের হল পাঠান। এবার জানা গেল এই ছবির সিক্যুয়েল পাঠান ২ আসছে। এখানে আবারও শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকেই দেখা যায়।
আরও পড়ুন: 'প্ল্যান তো আছেই...' বিয়ের একমাস পূর্ণ হয়নি, হানিমুনে কোথায় যাচ্ছেন অনুপম-প্রশ্মিতা?
শাহরুখকে এখানে পাঠান এবং দীপিকাকে রুবিনার চরিত্রে দেখা যাবে। তবে যেটা চমক হল, সেটা হল এই ছবিটির পরিচালনা করবেন না সিদ্ধার্থ আনন্দ। এমন তথ্যই পিপিংমুনের তরফে জানানো হয়েছে। তাঁদের রিপোর্ট অনুযায়ী আদিত্য চোপড়া নিজে এই ছবিটি পরিচালনা করবেন।
পাঠান ২ এর হাত ধরেই তৈরি হবে টাইগার ভার্সেস পাঠান ছবির গল্পের প্রেক্ষাপট
সূত্রের তরফে জানানো হয়েছে, 'আদিত্য চোপড়া ভীষণ বেছে বেছে তাঁদের যশরাজ স্পাইভার্সের ছবিগুলো পরিচালক বাচছেন। টাইগার এবং ওয়ার ছবির সিক্যুয়েল থেকেই সেটা স্পষ্ট। আর সেই একই জিনিস ঘটবে পাঠান ২ তেও। আর তাই এটা নিশ্চিত ভাবেই বলা যাচ্ছে যে পাঠান ২ এর পরিচালনা করবেন না সিদ্ধার্থ আনন্দ।' তবে সিদ্ধার্থ আনন্দ পাঠান ২ এর পরিচালনা করছেন না মানেই যে তাঁর সঙ্গে যশরাজ ফিল্মসের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে এমনটা একেবারেই নয়। তিনি টাইগার ভার্সেস পাঠান ছবিটির পরিচালনা করবেন বলেই জানা গিয়েছে। তবে তার আগে পাঠান ২ হবে বলেই জানা গিয়েছে।
শাহরুখ খানের আগামী প্রজেক্ট
শাহরুখ খানকে আগামীতে সুজয় ঘোষের অ্যাকশন ছবিতে দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে তাঁর মেয়ে সুহানা খান থাকবে। এপ্রিল থেকে মুম্বইতে এই ছবির শ্যুটিং শুরু হবে।
আরও পড়ুন: 'খেতে বলেছি খাও না...' ধমক দিয়ে রাজাকে কীসের ওষুধ খাওয়ালেন মধুবনী?
যশরাজ স্পাইভার্স প্রসঙ্গে
যশরাজ স্পাইভার্স শুরু হয় এক থা টাইগার ছবির হাত ধরে। তারপর ইতিমধ্যেই মুক্তি পেয়েছে টাইগার জিন্দা হ্যায়, ওয়ার, পাঠান, টাইগার ৩। এবার আসছে ওয়ার ২। তারপর আছে আলিয়া ভাট অভিনীত প্রথম মহিলা চরের ছবি। সেখানে আলিয়ার সঙ্গে থাকবেন শর্বরী, ববি দেওল প্রমুখ। তারপর আসবে পাঠান ২।