রাজা গোস্বামী এবং মধুবনী গোস্বামী টলিউডের অন্যতম পাওয়ার কাপল। সেই ভালোবাসা ডট কম ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে তাঁদের সম্পর্কের সূত্রপাত। পরে প্রেম এবং বিয়ে। বর্তমানে তাঁদের একটি সন্তানও আছে। মধুবনী এখন সিনে জগৎ থেকে দূরে থাকলেও রাজাকে মাঝে মধ্যে বিভিন্ন সিরিয়ালে দেখা যায়। এছাড়াও তাঁরা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা মজার ভিডিয়ো পোস্ট করে থাকেন। কিন্তু এদিন যা ঘটল সেটা দেখে হতবাক হয়ে গিয়েছেন সকলে।
কী ঘটালেন মধুবনী এবং রাজা?
এদিন রাজা গোস্বামী তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে দেখা যাচ্ছে টেবিলের সামনে তিনি বসে আছেন আপেল খাবেন বলে। সেই সময়ই আচমকা তাঁর স্ত্রী মধুবনী ছুটে আসেন। প্রাক্তন অভিনেত্রীর হাতে রয়েছে একটি ওষুধের পাতা। বরকে আপেল খেতে না দিয়ে তিনি বরং এদিন সেই ওষুধের পাতা থেকে রাজকে জোর করে কোনও কারণ ছাড়াই ওষুধ খাইয়ে দেন।
রাজা বহুবার মধুবনীকে জিজ্ঞেস করেন যে তাঁকে কীসের ওষুধ খাওয়ালেন তাঁর স্ত্রী, কেনই বা খাওয়ালেন? উত্তরে মধুবনী সকলকে চমকে দিয়ে সাফ সাফ জানান, 'দেখলাম আগামীকালই এই ওষুধগুলো এক্সপায়ার করে যাচ্ছে। তাই তোমায় খাইয়ে দিলাম।' এটা শুনে বেবাক হতভম্ব হয়ে যান রাজা। তাঁর মুখ দিয়ে আর কোনও কথা বেরোয় না।
এই ভিডিয়োটি পোস্ট করে রাজা গোস্বামী লেখেন, 'মধুবনী সেরা জিনিস খাওয়াল।' অনেকেই ভারী মজা পেয়েছেন এটি দেখে।
আরও পড়ুন: 'সমাজসেবা না টাকার লোভ!' চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এ তো পুরো মোয়ে মোয়ে কেস!' আরেকজন লেখেন, 'হজমিগুলি খাওয়ালে ভালো হতো, এটা কি খাইয়ে দিল কেশবের মা।' তৃতীয় ব্যক্তির মতে, 'উফ্ বাবা বিবাহিত জীবনে কতো কিছুই সহ্য করতে হয়।'