পরিচারিকা থেকে বোল্ড ছবির নায়িকা হয়ে উঠেছিলেন সিল্ক স্মিতা। মৃত্যুর ২৭ বছর পরেও পরিচালক এবং দর্শকরা তাঁর সৃষ্ট কাজে মুগ্ধ। সিল্কের ব্যক্তিগত জীবন ছিল নিঃসঙ্গতায় ভরপুর। পুলিশের খাতা বলছে, আত্মহত্যা করেছিলেন সিল্ক, যদিও তাঁকে খুন করা হয়েছিল এমন অভিযোগও রয়েছে।
সিল্ক স্মিতার মৃত্যুবার্ষিকীতে তাঁর নতুন বায়োপিকে অভিনয় করার কথা ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ান-ভারতীয় অভিনেত্রী তথা মডেল এবং নৃত্যশিল্পী চন্দ্রিকা রবি। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নতুন ছবির কথা জানিয়েছেন। বায়োপিকের নাম ‘সিল্ক স্মিতা, দ্য আনটোল্ড স্টোরি’। ছবির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন, জয়রাম শঙ্করান। আরও পড়ুন: হার্ট অ্যাটাক হয়নি CID-র ফ্রেডরিকের, ‘দীনেশ ভেন্টিলেটরে আছেন’, জানিয়েছেন দয়ানন্দ
'কৃতজ্ঞতা অনুভব করছি'
চন্দ্রিকার শেয়ার করা ছবিতে তাঁকে সিল্কের সবচেয়ে বিখ্যাত ছবিগুলির মধ্যে একটি রি-ক্রিয়েট করতে দেখা গিয়েছে। পরনে শাড়ি চোখে গাঢ় করে কাজল, গায়ে খুব স্বল্প সাধারণ গয়না, হাতে চুড়ি, কপালে ছোট্ট টিপ পরেছে। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘টাইমলেস বিউটি সিল্ক স্মিতার ৬৩তম জন্মদিনের শুভেচ্ছা। তাঁর পরিবারের আশীর্বাদ নিয়ে অপরিসীম কৃতজ্ঞতার সঙ্গে আমরা তার অকথিত গল্পটি বিশ্বের সঙ্গে ভাগ করব’।
অস্ট্রেলিয়ায় জন্ম এবং বড় হয়েছেন চন্দ্রিকা। অভিনয় এবং মডেলিংয়ে কেরিয়ারের জন্য পরে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। ২০১৮ সালে তামিল সিনেমা ইরুত্তু আরাইল মুরাত্তু কুথুতে একটি ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন। ২০১৯ সালে একটি তেলুগু রিমেক সিনেমায়ও অভিনয় করেছেন।
অন্ধ্র প্রদেশের ইলুরুতে ১৯৬০ সালে ২ ডিসেম্বরে জন্মেছিলেন সিল্ক স্মিতা। তামিল এবং তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করার পাশাপাশি মালয়ালম, কন্নড় এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নিজের আলাদা পরিচয় তৈরি করতে পেরেছিলেন তিনি। দক্ষিণী এই অভিনেত্রীর আসল নাম ছিল বিজয়লক্ষ্মী ভাদলাপতি। বড় পর্দায় সাহসী ও গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সিল্ক স্মিতা যে ধরণের চরিত্র অভিনয়ের সুযোগ পেতেন সেই ধরণের সিনেমায় কখনই অভিনয় করতে চাননি। কিন্তু টাইপকাস্ট হওয়ার কারণে সব স্ক্রিপ্টেই কার্যত তাঁকে একই ধরণের অভিনয় করতে হত৷
১৯৮০-র তামিল ছবি ‘বন্দিচক্করম’ ছিল তাঁর প্রথম ফিল্ম, যাতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। এই ফিল্মে তিনি একজন বার গার্ল হয়েছিলেন। এবং তাঁর চরিত্রের নাম হয়েছিল 'সিল্ক'। সেই থেকেই তিনি 'সিল্ক স্মিতা'।
দুই দশকের কেরিয়ারে ৪৫ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন সিল্ক স্মিতা। একজন ক্যাবারে ডান্সের জন্য বিখ্যাত ছিলেন সিল্ক। ১৯৯৬ সালে ২৩ সেপ্টেম্বর কেরিয়ারের শিখরে থাকার সময়ই রহস্যজনক ভাবে মৃত্যু হয় তাঁর। চেন্নাইয়ে নিজের বাড়িতে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। তাঁর কাছ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছিল। মৃত্যুর আগে তাঁর এক বন্ধুকে ফোন করে কিছু একটা বলতে চেয়েছিলেন তিনি। তাঁর বন্ধু যতক্ষণে পৌঁছন, ততক্ষণে সিল্কের মৃত্যু হয়েছিল।