‘চলেছে একদল বীর/পায়ে পায়ে ষড়যন্ত্রের তাস/ নদীর এপারে যা বিপ্লব ওপারে সন্ত্রাস/রক্তবীজ আসছে উনিশে অক্টোবর, বাংলা, উড়িয়া, অসমীয়া এবং হিন্দি ভাষায়। পুজোয় এবার পুজোর ছবি।’ দুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় উইন্ডোজের ছবি 'রক্তবীজ'-এর পোস্টার শেয়ার করে এমনটাই লিখেছিলেন কাঞ্চন মল্লিক। এখন জানা যাচ্ছে, এই ছবিতে কাঞ্চনও অভিনয় করেছেন। দীর্ঘ ১৪ বছর পর আবারও উইন্ডোজে ফিরেছেন কাঞ্চন।
২০১২ সালে উইন্ডোজের 'অ্যাক্সিডেন্ট' ছবিতে কাজ করেছিলেন কাঞ্চন মল্লিক। আর এরপর দীর্ঘ ১৪ বছরের বনবাস কাটিয়ে আবারও শিবু-নন্দিতার রক্তবীজে অভিনয় করেছেন কাঞ্চন। জানা যাচ্ছে র'ক্তবীজ' ছবিতে কাঞ্চনকে দেখা যাবে পুলিশ অফিসারের ভূমিকায়।
এদিকে আবার ব্যক্তিগত স্তরে শ্রীময়ী-কাঞ্চন নিয়ে আলোচনা চলছে। তাঁরা যদি একসঙ্গে হন, তবে তাঁদের নিয়ে কথা হবেই। এ আর নতুন কী! তবে হলেই বা কী! এসবে কিচ্ছুটি যায় আসে না শ্রীময়ী চট্টোরাজের। লোকজনের ভয়ে কাঞ্চনকে নিয়ে কিছুই পোস্ট করবেন না তাও কি হয়? তার উপর যখন দীর্ঘ ১০ বছর পর তাঁরা একসঙ্গে পর্দায় ফিরছেন।
হ্যাঁ, ২০১৩ সালে প্রথমবার কাঞ্চন মল্লিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ। তারপর আবারও ১০ বছর পর তাঁরা একসঙ্গে, সৌজন্যে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। এতদিন এই ধারাবাহিকে অভিনয় করছিলেন শ্রীময়ী। শোনা যাচ্ছিল কাঞ্চল মল্লিককেও এই ধারাবাহিকে দেখা যাবে। হলও তাই। এক হয়েই সেট থেকে কাঞ্চন মল্লিকের সঙ্গে ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। সঙ্গে আবেগতাড়িত হয়ে লিখেছেন আরও অনেক কথা।
ঠিক কী লিখেছেন শ্রীময়ী চট্টোরাজ?
শ্রীময়ী লেখেন, ‘২০১৩সালে প্রথম তোমার সাথে স্ক্রিনশেয়ার,আবারও ১০বছর পর কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের হাত ধরে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেলাম,তোমার মতো অভিনেতার কাছ থেকে অনেক কিছু শিখেছি,অনেক কিছু অর্জন করেছি,জীবনে অনেক শেখা বাকি আছে,হাজার বিতর্কের পরেও বলব তুমি শুধু একজন ভালো অভিনেতাই নয়,একজন ভালো মনের মানুষ।’ এই লেখার সঙ্গে ধারবাহিকে তাঁদের চরিত্রের নামগুলি যে সুধাময়ী ও হরিদাস, সেকথাও উল্লেখ করেছেন শ্রীময়ী। অভিনেত্রীর পোস্টে তাঁকে সবুজ আটপৌরে শাড়িতে বাঙালি গৃহবধূ বেশে দেখা যাচ্ছে। আর কাঞ্চন মল্লিক সাদা পাঞ্জাবি, হলুদ উত্তরীয় গায়ে সাধু বেশে ধরা দিয়েছেন। তাঁর মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে তিলক দৃশ্যমান।
আরও পড়ুন-‘এত্ত পরিষ্কার টয়লেট! ট্রেনে উঠে এতটাই অবাক যে প্রস্রাবই আটকে গেল', অকপট স্বস্তিকা
আরও পড়ুন-খরা কাটিয়ে বক্স অফিসে ঝড়, সানি দেওলের Gadar 2-র এমন সাফল্য়ের কারণ কী?
প্রসঙ্গত অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে কাঞ্চন মল্লিকের সম্পর্ক, ঘনিষ্ঠতা ঘিরে কিছু কম বিতর্ক হয়নি। যার সূত্রপাত হয়েছিল ২০২১ সালে। শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের স্ত্রী পিঙ্কির ঝামেলা থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছিল। আর এই ঝামেলা ঘিরেই স্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে কাঞ্চন মল্লিকের। এই মুহূর্তে আদালতে তাঁদের বিবাহ-বিচ্ছেদের মামলা চলছে। তবে আজকাল প্রায়ই তাঁদের একসঙ্গেই দেখা যাচ্ছে, তা অভিনেত্রীর জন্মদিন হোক বা মাহেশের রথের মেলা। শোনা যাচ্ছে দিনকয়েক আগে তাঁরা একসঙ্গে পাহাড়ে ঘুরতেও গিয়েছিলেন। সম্প্রতি ২১ জুলাইয়ের মঞ্চেও তাঁদের একসঙ্গে দেখা যায়।