এ কী কাণ্ড! এত্ত পরিষ্কার! ট্রেনে উঠে যেন বিশ্বাসই হয়নি স্বস্তিকা মুখোপাধ্যায়ের। 'এ পোড়া দেশে' এত্ত সুন্দর, উন্নতমানের ট্রেন পরিষেবা দেখে কিছুটা চমকেই গিয়েছিলেন স্বস্তিকা। এতটাই অবাক হয়েছিলেন যে ট্রেনের টয়লেটে গিয়ে প্রস্রাব-ই নাকি আটকে গিয়েছিল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের।
ভাবছেন, এসব কী বলছি!
নাহ আমি বলছি না। স্বস্তিকা মুখোপাধ্যায় নিজেই বলছেন। কারণ, তিনি সোজা কথা, সোজা, স্বষ্টভাবে বলতেই ভালোবাসেন। স্বস্তিকা জানিয়েছেন, তিনি ভিস্তা ডোম ট্রেনে ভ্রমণ করছিলেন। ঠিক কী লিখেছেন স্বস্তিকা। অভিনেত্রী লেখেন, ‘ভিস্তা ডোম ট্রেনের টয়লেটগুলি এত্ত পরিষ্কার, এত্ত পরিষ্কার, এটি অবিশ্বাস্য! বসার আসনগুলিতে সেন্সর রয়েছে, যেগুলি ঘোরে এবং আপনি প্রতিবার শুকনো পরিচ্ছন্ন আসন পান। জেটগুলি নিখুঁত অবস্থায় রয়েছে। মেঝে শুকনো, বেসিন পরিষ্কার, সাবান ডিসপেনসারগুলি কাজ করছে, টয়লেটে ভালো গন্ধও দেওয়া রয়েছে। এসব দেখে আমি এতটাই অবাক যে প্রস্রাব করতে পারলাম না’। নিজের এই লেখার সঙ্গে একটি হাসির ইমোজিও জুড়ে দিয়েছেন স্বস্তিকা।
আরও পড়ুন-উত্তরবঙ্গে শ্যুটিং বাতিল, ফের অসুস্থ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়! হয়েছেটা কী? জানালেন মিথিলা
স্বস্তিকার এমন টুইটের নিচে খুব স্বাভাবিকভাবেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। তার মধ্যে এক ব্যক্তি মজা করে লিখেছেন, ‘চেন দিয়ে মগ বাঁধা নেই, বোঝা গেল।’ এমন মন্তব্যের উত্তরও দিয়েছেন স্বস্তিকা। অভিনেত্রী পাল্টা লিখেছেন, ‘হাহাহাহা (হাসির ইমোজি) ওটাই আশা করে গিয়েছিলাম, তারপর এই উন্নয়ন দেখে এত উৎফুল্ল হলাম যে ব্লাডার লক হয়ে গেলো। নিতে পারেনি ব্যাপার টা।’ কেউ আবার মজা করে লিখেছেন, ‘কাজের কাজটাই রয়ে গেল সঙ্গে মাথায় হাত দেওয়া ইমোজি।’
আরও একটি পোস্টে স্বস্তিকা ভিস্তা ডোম ট্রেনে ভ্রমণের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন। ট্রেনে যাওয়ার সময় ছোটবেলায় ট্রেনে চড়ার কথা মনে করে স্বস্তিকা লিখেছেন, ‘কু-উ-উ-উ ঝিকঝিক, ট্রেনে উঠলেই কেমন ছোটোবেলাটা মনে পরে যায়।’
তবে স্বস্তিকা মুখোপাধ্যায় কোথায় যাওয়ার জন্য এই ভিস্তা ডোম ট্রেনে উঠেছিলেন তা স্পষ্ট নয়। প্রসঙ্গত, গত বছর উত্তরবঙ্গে চালু হয়েছে ভিস্তা ডোম ট্রেন পরিষেবা। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে এই ট্রেন পরিষেবা রয়েছে। যেন মুম্বই গোয়া, বেঙ্গালুরুতেও এই পরিষেবা রয়েছে। তবে খুব সম্ভবত স্বস্তিকা উত্তরবঙ্গ সফরে গিয়েই এই ট্রেনে চড়েছেন। তবে অভিনেত্রীর নিজের পোস্ট সেকথা কোথা স্পষ্ট করে জানাননি।