হোলির দিনই শোকের ছায়া নেমে এসেছিল বলি-পরিচালক গিরীশ মালিকের পরিবারে। জানা গিয়েছিল, রঙ খেলে এসে বাড়ির পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হয়েছিল 'তোড়বাজ' ছবির পরিচালকের ছেলের। বিকেল পাঁচটা নাগাদ ঘটেছিল এই দুর্ঘটনা। এরপর প্রায় সঙ্গে সঙ্গেই মনন নামের ১৮-র ওই তরুণকে বাড়িরই কাছাকাছি এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তবে এবার জানা গেল কোনওরকম দুর্ঘটনা নয়, আত্মহত্যাই করেছেন ওই পরিচালক-পুত্র। টাইমস অব ইণ্ডিয়ার প্রকাশিত এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এই খবর। মুম্বইয়ের অম্বোলি থাকার ইনস্পেক্টর বন্দোপান্ত বনসোড়ে জানিয়েছেন, নিয়মিত মদ্যপান করতেন মনন। বাড়িতেও মাঝেমধ্যেই এই মদ্যপান চলত। এবং তা নিয়ে তাঁর বাবার সঙ্গে তীব্র বচসাও চলত। মায়ের সঙ্গেও বেশ দুর্ব্যবহার করতেন তিনি। হোলির দিনও মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন ১৮-র ওই তরুণ। এরপর সেদিনও তাঁর বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপরেই পাঁচতলার ঘরের জানলা ভেঙে নিচে লাফ দেন মনন।
ইন্সপেক্টরের কথায়, 'তদন্তে জানা গিয়েছে, বাবার সঙ্গে সেদিন ঝামেলার পর নিজের ঘরে গিয়েই জানলা ভেঙে নিচে লাফ দিয়েছিলেন তিনি। সেই সময়ে তাঁর ঘরে গিরীশ মালিক কিংবা তাঁর স্ত্রী কেউই হাজির ছিলেন না।' জানা গিয়েছে, দিল্লিতে মননের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হবে। তাঁর বেয়াহিরভাগ আত্মীয়ের বাস দিল্লিতে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মালিক পরিবারে তরফে। মননের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলি-তারকা সঞ্জয় দত্ত। গিরীশ মালিক পরিচালিত 'তোড়বাজ' ছবিতে অভিনয় করেছিলেন 'সঞ্জু'।