সলমন খান থেকে করিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন থেকে সোনম কাপুর, বলিউডের এ লিস্টার নায়ক-নায়িকারা এখন ওরি বলতে পাগল। তিনি জাহ্নবী কাপুর আর সারা আলি খানের ঘনিষ্ঠ বন্ধু। আরব সাগড় পারের ফিল্মি পার্টি হোক বা আম্বানিদের অনুষ্ঠান, সর্বত্রই এখন হাজির থাকেন। সেই ওরি-ই পার্টিতে গিয়ে নাচলেন টলিউড তারকা তৃণা সাহার সঙ্গে। নেটিজেনদের মনে প্রশ্ন, ‘এটা আসল ওরি তো?’
ওরি কলকাতায় পা রাখেন শনিবারে। শনিবার রাতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেল ওরিকে। শহরের এক নাইটক্লাবের বলিউড পপ-আপ পার্টির জন্যই তিনি এসেছিলেন তিলোত্তমায়। আর সেই পার্টিতে গিয়েই মুখোমুখি হন তিনি আর তৃণা সাহা। এমনকী, গালে গাল ঠেকিয়ে সেই বিখ্যাত পোজে ছবিও তুললেন তিনি।
আরও পড়ুন: রাস্তায় অচেনা লোকের সঙ্গে ঝগড়া, কামড়ে দেন সইফ আলি খান! যেতে হয় হাসপাতালে
পার্টিতে ওরির গায়ে ছিল সবুজ টি-শার্ট। আর তৃণা-র পোশাক গ্লিটারি। দেখা যায়, ওরিকে নাচতে দেখে হেসে যাকে বলে গড়িয়ে পড়ছিলেন লাল বিয়ে আজকাল-এর নায়িকা।
দেখুন-
কলকাতায় পা দিয়েই ওরি-র আবদার ছিল, ‘আমি জলের তলার সাবে যেতে চাই।’ অর্থাৎ, মেট্রো চড়তে চান গঙ্গার তলায়। এয়ারপোর্টে নিজের কাস্টমাইজড টি-শার্ট আর সেই অদ্ভুত দর্শন মোবাইলের কভার নিয়ে কলকাতার মিডিয়ার সঙ্গে কথা বলেন।
কে ওরি?
নিজের বর্ণনা দিয়ে ওরি জানিয়েছিলেন, ‘আই অ্যাম আ লিভার’। live থেকে liver। জীবনটাকে নিজের শর্তে বাঁচতে চান আসলে তিনি। বিদেশে পড়াশোনা করেছেন। সারা-জাহ্নবী ছিল তাঁর ক্লাসমেট। তবে আপাতত ওরি-র বেশিরভাগ কাজই হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে। পার্টি হোক বা বিয়েবাড়ি, অনেক জায়গায় ডাক পড়ে আজকাল ওরি-র। তিনি গিয়ে ছবি তোলার জন্য লাখ-লাখ টাকা নেন।
আরও পড়ুন: সলমন খানকে খুনের চেষ্টা? রবিবার সকালে গ্যালাক্সি-র সামনে চলল গুলি, তদন্তে পুলিশ
ওরি জানিয়েছিলেন তাঁর টিমে রয়েছে, ৫-৭জন তাঁরই মতো দেখতে ছেলে। যারা ওরি-র নকল হিসেবেও পার্টিতে অ্যাটেন্ট করে। কারণ এতটাই নাকি তাঁর চাহিদা।
আরও পড়ুন: ‘দীপঙ্করের সঙ্গে ভোরের গঙ্গা দেখতে প্রিন্সেপ ঘাট যাব’, নতুন বছরে নতুন বাড়ি কিনছেন 'মিশকা' অহনা!
ওরির বাবার নাম সুরজ কুন্দ্রালাল আওয়াত্রামানি। সুরজের আছে রিয়েল এস্টেট, হোটেল, অ্যালকোহলিক বেভারেজ-সহ আরও নানা কিছুর ব্যবসা। অত্যন্ত ধনী পরিবারের ছেলে। ফাইন আর্টস অ্যান্ড কমিউনিকেশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেন। শোনা যায়, ওরি আম্বানিদের রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্পেশাল প্রজেক্ট ম্যানেজার হিসেবেও কাজ করেন বলে খবর।