চলচ্চিত্র নির্মাতা কামাল সাদানাহ, যিনি সাইফ আলি খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, ভাগ করে নিয়েছেন অভিনেতার জীবনের একটি বিশেষ ঘটনা। যেখানে একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে রীতিমতো ঝগড়া লেগে গিয়েছিল সইফের। আর তারপর তা শেষ হয়েছিল হাস্যকর একটি ঘটনার মধ্যে দিয়ে।
সিদ্ধার্থ কান্নানের সঙ্গে একটি সাক্ষাত্কারের সময়, কমল সদনাহ সেই ঘটনার বর্ণনা দেন। নব্বইয়ের দশকে, যখন এটি ঘটে তখন সইফ আর অমৃতা ছিলেন একসঙ্গে। কামাল জানান, ‘আমরা (সাইফ, অমৃতা সিং এবং আমি) কোথাও থেকে ফিরে যাচ্ছিলাম, এবং আমি বিশ্বাস করি সাইফ চাকার পিছনে ছিল।’
১৯৯০ এর দশকের একটি হাস্যকর ঘটনা বর্ণনা করেছিলেন যখন সইফ আলী খান এবং অমৃতা সিং দম্পতি ছিলেন। কামাল শেয়ার করেছেন, "আমরা (সাইফ, অমৃতা সিং এবং আমি) কোথাও থেকে ফিরে যাচ্ছিলাম। আর খুব সম্ভবত সইফ গাড়ি চালাচ্ছিল। এরপর পিছন থেকে একটা গাড়ি, হঠাৎ করেই সইফের গাড়িকে টপকে সামনে চলে আসে। এরপর আমাদের গাড়ি থেকে সইফ, আর ওই লোকটা নিজের গাড়িকে মাঝ রাস্তায় রেখেই, গাড়ি থেকে নেমে ঝগড়া শুরু করে দেয়। আমি আর অমৃতা বোনেটে বসে দেখছিলাম।
কমল জানিয়েছেন, এরপর ঘটনা হাস্যকর মোড় নেয় যখন সেই ব্যক্তি ও সিফ, কামড়ে দেন একে-অপরকে। ঝগড়া শেষে দুজনেই নাকি হেসে ফেলেছিলেন নিজেদের পাগলামিতে। একে-অপরকে জড়িয়েও ধরেছিলেন। তারপর সইফকে সোজা নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে, টিটেনাসের শট নিতে।
সইফ আলি খানকে এরপর জুনিয়র এনটিআরের তেলেগু সিনেমা দোবারা-তে দেখা যাবে। এছাড়াও সিদ্ধার্থ কন্নের অ্যাকশন সিনেমাতেও কাজের কথা রয়েছে তাঁর।
আরও পড়ুন: ‘দীপঙ্করের সঙ্গে ভোরের গঙ্গা দেখতে প্রিন্সেপ ঘাট যাব’, নতুন বছরে নতুন বাড়ি কিনছেন 'মিশকা' অহনা!
জানুয়ারি মাসেই দোবারা-র শ্যুট চলাকালীন বড় চোট পান সইফ। ছিঁড়ে গিয়েছিল ট্রাইসেপের পেশি। হাসপাতালে ভর্তি করানো হয়েছিলেন করিনা কাপুর খানের স্বামীকে। কোকিলাবেন হাসপাতালে ট্রাইসেপ সার্জারি হয় অভিনেতার। চিকিৎসকদের পারমর্শ ছিল, পুরোপুরি সুস্থ না হয়ে, সেটে না ফেরার।
অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল ‘আদিপুরুষ’ ছবিতে। ‘রাম’ প্রভাস এবং ‘মা সীতা’ কৃতি শ্যানন অভিনীত সিনেমাটি পরিচালনা করেছিলেন ওম রাউত। এই সিনেমায় রাবণ হয়েছিলেন সইফ আলি খান। সেই ছবি বক্স অফিসে ব্যর্থ হয় একেবারেই। আপাতত সইফ আলি খানের নতুন সিনেমা হলে আসার অপেক্ষায় তাঁর অনুরাগীরা।