বছর শেষে চর্চায় রণবীরের 'অ্যানিম্যাল'। ছবিতে কাপুর পুত্রের নায়িকা রশ্মিকা মন্দানা, তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে তৃপ্তি দিমরি। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে মাত্র ১০ মিনিটের উপস্থিতি তৃপ্তির। তবে তাতে কী! এই অল্প সময়েই বাজিমাত করেছেন তৃপ্তি। সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনেত্রী অকপটে জানিয়েছেন, তাঁকে নিয়ে যেভাবে চর্চা হচ্ছে, তা তিনি আশাও করেননি।
ঠিক কী বলেছেন তৃপ্তি?
তৃপ্তির কথায়, 'জোয়া চরিত্রটি নিয়ে যতটা চর্চা হয়েছে, ততটা আমি আশাও করিনি। অ্যানিম্যাল-এর সাফল্যের পর আমি রাতে ঘুমতে পারিনি।' তৃপ্তির সাফ কথা, ‘নাহ, রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে শ্যুটিংয়ের সময় কোনও অস্বস্তি হয়নি, বাকি সব দৃশ্যের মতোই ওই দৃশ্যের শ্য়ুট করেছিলাম। খুবই হালকাভাবে নেওয়া হয়েছিল দৃশ্যটা। যদি আপনি পরিচালক, বা সহ অভিনেতার সঙ্গে স্বচ্ছন্দ বোধ করেন, তাহলে কোনও সমস্যাই হয় না। এটা কোনও ব্য়াপারই নয়।’
তৃপ্তি বলেন, ‘এক্ষেত্রে কোন পরিবেশে শ্যুট করছেন, সহ-অভিনেতা কে? সেটা গুরুত্বপূর্ণ। ওই দৃশ্যের শ্যুটিংয়ের আগে সন্দীপ (রেড্ডি বঙ্গ) স্যার, রণবীর এবং ডিওপি আমাকে বলেছিলেন, যখনই তুমি অস্বস্তি বোধ করবে আমাদের জানিও। তোমার যাতে কোনও সমস্যা না হয়, সেটা আমরা দেখব। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যাঁদের সঙ্গে কাজ করছেন, তাঁরা আপনাকে সম্মান করছেন কিনা। এখানে আমার স্বচ্ছন্দের বিষয়টা সবসময় খেয়াল রাখা হয়েছিল।’
তৃপ্তি দিমরি আরও বলেন, 'প্রথম দিন সত্যিই খুব নার্ভাস ছিলাম। আমি জানতাম ছবিটি ভালো ব্যবসা করবে। তবে আমি জোয়ার জন্য এই ধরনের প্রতিক্রিয়া আশাও করিনি। আমি ভেবেছিলাম, এটা একটা ছোট ভূমিকা, কেউ এটা নিয়ে মাথাও ঘামাবেন না। এত্ত ভালবাসা পাব, চর্চা হবে সত্যিই আশা করিনি। এই সাফল্যের পর আমি রাতে ঘুমতে পারিনি।'
তৃপ্তির কথায়, ‘তবে আমি অ্যানিম্যালে কাজ করতে রাজি হই কারণ চরিত্রটা আকর্ষণীয় ছিল। এই ধরনের সাফল্য অর্জন করব ভাবিনি। আমি খুব ভাগ্যবান এবং কৃতজ্ঞ। তবে আমি কখনওই স্টারডম চাই না।’
প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে তৃপ্তি অকপটে মেনে নেন, রণবীর কাপুর তাঁর ক্রাশ। বলেছিলেন আগামীতে রণবীরের নায়িকা হতে চান তিনি। আর এবার অ্যানিম্যালে রণবীরের সঙ্গে তৃপ্তির অন্তরঙ্গ দৃশ্য দেখে সিনেমাহলে ঘাম ঝরেছে বহু দর্শকের। তবে দৃশ্যটা নিয়ে সমালোচনাও কিছু কম হয়নি। সে প্রসঙ্গে এর আগে এক সাক্ষাৎকারে তৃপ্তি বলেন, ‘ওই দৃশ্যটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। শুরুতে আমি একটু ডিসটার্ব হয়ে গিয়েছিলাম। আমাকে এর আগে কখনও কটাক্ষের মুখে পড়তে হয়নি। ধাক্কা খেয়েছিলাম, ভাবলাম আমি তো ভুল কিছু করিনি।'
তৃপ্তির কথায় অ্যানিম্যালে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের চেয়ে বুলবুল-এর ধর্ষণের দৃশ্যে অভিনয় করাটা তাঁর পক্ষে অধিক চ্যালেঞ্জিং ছিল।