তাঁর ফ্যাশানের চর্চা তো রয়েছেই, এছাড়াও নিত্যদিনই কোনও না কোনও বিষয় নিয়ে চর্চায় থাকেন উরফি জাভেদ। নিজের ফ্যাশান সেন্স, পোশাকের কারণে, কখনও সমালোচনার মুখে পড়েছেন, কখনও আবার খুনের হুমকিও পেয়েছেন। তবে এবার উরফি বলছেন তিনি নিজেই নাকি নিজেকে শেষ করে ফেলার কথা ভেবেছিলেন। কিন্তু কেন?
উরফি জানিয়েছেন সম্প্রতি তিনি নাকি ওয়েব সিরিজ নির্মাতাদের কাছ থেকে ৪০ লক্ষ টাকার আইনি চিঠি পেয়েছেন। উরফি জানান, তাঁকে নাকি ওয়েব সিরিজে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের কথা বলা হয়েছিল। তবে তিনি তাতে রাজি না হওয়ার কারণে তাঁর কাছে ৪০ লক্ষ টাকার আইনি চিঠি পাঠান নির্মাতারা। আর তাতে তিনি নাকি প্রথমে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন, আত্নহত্যার কথাও ভেবেছিলেন। তবে উরফির কথায়, সেদিনের সেই ঘটনাই তাঁকে আজ আরও সাহসী করে তুলেছে।
আরও পড়ুন-ভবানীপুর ৭৫ পল্লীর খুঁটি পুজোয়ে জমিয়ে নাচলেন মদন, দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: সঙ্গী মহিলারা, সানগ্লাস দুলিয়ে ‘ওহ! লাভলি’ নাচে মঞ্চ জমালেন মদন মিত্র
উরফির কথায়, ‘আমি আমার ক্যারিয়ারের আগেও আইনি সমস্যার মুখোমুখি হয়েছি। একটি ওয়েব সিরিজে আমাকে এমন অন্তরঙ্গ দৃশ্য করতে বলা হয়েছিল, যা করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করিনি। এবং সেই দৃশ্যে অভিনয়ে না বলে দেওয়ায় আমাকে ৪০ লক্ষ টাকার টাকার আইনি নোটিশ পাঠানো হয়। সেদিন আমি তখন খুব ভয় পেয়েছিলাম এবং আত্মহত্যার চিন্তাও করেছিলাম, তবে আজ আর ভয় পাইনা। আজও আমি প্রচুর আইনি নোটিশ পাই। আমার বিরুদ্ধএ প্রচুর মামলা দায়ের করা হয়। প্রতিদিনই তো আমার বিরুদ্ধে কোনও না কোনও মামলা হচ্ছে। তবে সেদিনের ঘটনার পর থেকে আমি আর ভাই না। এগুলো এখন আমার কাজের জীবনে অঙ্গ। আসলে আমার মনে হয় কোনও ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। পরে সেগুলিই সাহায্য করে।’
এখানেই শেষ নয়, সম্প্রতি বলিউডে কাজ করতে গিয়ে কতরকম কু-প্রস্তাবের মুখোমুখি হতে হয়েছে, সেকাথা ফাঁস করেন উরফি। বলেন. এক প্রযোজক নাকি তাঁকে তাঁর প্রেমিকার চরিত্রে অভিনয়ের কথা বলেছিলেন, কু-প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি কোনওরকমে সেখান থেকে পালিয়ে বাঁচেন।