শিখর পাহাড়িয়া কখনও জাহ্নবীর ‘এক্স’ হতেই পারে না! মনেপ্রাণে বিশ্বাস ছিল বনি কাপুরের, তাই তো মেয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পরেও শিখরের সঙ্গে সখ্যতা বজায় রেখেছিলেন বনি। জাহ্নবীর জীবনে পুরোনো প্রেম ফিরে এসেছে, এতদিনে সে খবর সকলের জানা। নায়িকা নিজে এই নিয়ে মুখ না খুললেও শিখর-জাহ্নবীর প্রেমের কাহিনিতে সিলমোহর দিয়েছেন স্বয়ং বনি কাপুর। তার মাঝেই হঠাৎ জাহ্নবী-শিখরের মন কষাকষি নিয়ে চর্চা নেটপাড়ায়।
৩রা এপ্রিল ছিল শিখরের জন্মদিন। প্রেমিকের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় অদ্ভূত নীরবতা জাহ্নবীর। শিখরে জন্য প্রকাশ্যে শুভেচ্ছা জানালেন না শ্রীদেবী কন্যা। অথচ দুদিন আগেই ফলাও করে মেয়ের প্রেম নিয়ে মিডিয়ায় বক্তব্য রেখেছেন বনি কাপুর। গত মাসে জাহ্নবীর জন্মদিনে প্রেমিকার সঙ্গে আদুরে ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছিলেন শিখর। সে পথে হাঁটলেন না জাহ্নবী।
শিখরের শেয়ার করা ছবিতে ভালোবাসার শহর প্যারিসে দুজনের কাটানো একটি একান্ত মুহূর্তের ঝলক উঠে এসেছিল। আইফেল টাওয়ারের সামনে পরস্পরকে আগলে দাঁড়িয়ে আছেন জাহ্নবী-শিখর। ক্যাপশনে লেখা হ্যাপি বার্থ ডে, পাশে আঁকা লাল হৃদয়ের চিহ্ন।
তবে হবু জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ বনি। জুম-কে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বললেন, ‘আমি শিখরকে প্রচণ্ড ভালোবাসি। বছর কয়েক আগে জাহ্নবীর সঙ্গে ওর প্রেম ছিল না, তখনও আমাদের দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল’। এরপর বনি যোগ করেন, ‘আমি তো শুরু থেকেই জানতাম ও জাহ্নবীর প্রাক্তন হতে পারে না। ও সবসময় পাশে থাকার ছেলে’। দুঃসময়ে গোটা কাপুর পরিবারের পাশে দাঁড়িয়েছে শিখর, জানান বনি। বলেন, ‘নিজের সাধ্যমতো কঠিন সময়ে ও সকলের পাশে থেকেছে। জাহ্নবীর হোক, আমার কিংবা অর্জুনের। আমাদের কাছে ওর সাপোর্ট রয়েছে, সেটা ভাবতে ভালো লাগে’।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার সিন্ধের নাতি শিখর পাহাড়িয়া। আদর করে জাহ্নবী প্রেমিককে শিখু বলে ডাকেন। কফি উইথ করণের মুখ ফসকে সে কথা নিজেই বলে ফেলেছিলেন। জাহ্নবীর বোন, খুশি কাপুরও দিদির প্রেমের জল্পনা উস্কে দিয়েছেন করণের শো-তে।
জাহ্নবীর প্রেমের ইতিহাস বেশ লম্বা। প্রথম ছবির কোস্টার ইশান খট্টরের সঙ্গে প্রেম করেছিলেন বছরখানেক। মুম্বইয়ের ব্যবসায়ী পরিবারের ছেলে অক্ষত রঞ্জনের সঙ্গেও একটা সময় জাহ্নবীর প্রেমের চর্চা শোনা গিয়েছিল। ডিয়ার জিন্দেগির প্রিমিয়ারে অক্ষতের সঙ্গে এসেছিলেন, শ্রীদেবীর মৃত্যুর পরও হাজির ছিলেন অক্ষত। তবে জাহ্নবী বলিউডে পা রাখার পরই এই সম্পর্ক ফিকে হতে শুরু করে। এখন জাহ্নবীর জীবনে ফিরে এসেছে পুরোনো প্রেম। কাঙ্ক্ষিত পরিণতি পাবে এই সম্পর্ক? জবাবের অপেক্ষায় ভক্তকূল।