১৫ এপ্রিল গিয়ে বাংলার নববর্ষ। রবিবার, ২৩ এপ্রিল দর্শকবন্ধুদের জন্য় এক বেসরকারি চ্যানেলে অনুষ্ঠিত হল বর্ষরকণ ১৪৩০। নাচে, গানে, খেলায় ও আড্ডায় জমজমাট ছিল এই অনুষ্ঠান। ছিলেন বিভিন্ন ধারাবাহিকের নায়ক-নায়িকারা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশ্বনাথ বসু ও সুদীপা চট্টোপাধ্যায়।
এদিন 'মিঠাই', 'গৌরী', 'মিতুল', 'পাখি', 'মুকুট' 'পাখি', 'জুঁই'-এর নাচে ছিল জমজমাট অনুষ্ঠান। ছবি সৃজন-সোমের নাচ, জগদ্ধাত্রী দেখাল তাঁর পাঞ্জার জোর। গানের সুরে মাতালেন নচিকেতা। গানের দুনিয়ার তারকাদের মধ্যে ছিলেন মিস জোজো, রাঘব, সিধু, সুরজিৎ। এছাড়াও ছিলেন সারেগামাপা খ্যাত সৌম্য অর্কদীপ, পৌষালী, অন্বেষা, জিমুত, অদিতি মুন্সি সহ আরও অনেকে। নাচের ছন্দে মাতালেন সৌমিলি, ইধিকা, মানালি, সন্দীপ্তা, রিমঝিম। মজার মিউজিক্যাল ফুচকাল দেখা গেল ফুচকা নিয়ে অভিনেত্রীদের কাড়াকাড়ি।
আরও পড়ুন-অ্যাকশনে ভরপুর!গ্যাংস্টার 'চেঙ্গিজ'-এর গল্প বলতে কতটা সফল জিৎ?
আরও পড়ুন-: দুর্বল চিত্রনাট্য়, সলমনের কিসি কা ভাই কিসি কি জান দেখে সিটি দেবেন ভাবলে হতাশ হবেন
এছড়াও নতুন বছরের নতুন চমক ছিল অভিনেত্রী স্নেহা ও রুকমার গাওয়া গান। এছাড়াও ছিল অম্বরিশ, বিশ্বজিৎ, ভাস্মর, কনীনিকা, ঊষসী, সোনালিদের আড্ডা। এছড়াও ছিল আরও কত কী…
গোটা অনুষ্ঠানটাই ছিল বাঙালিয়ানায় ভরপুর। অনুষ্ঠানের সেট ছিল, সাদা লাল কাপড়ে সাজাবো হয়েছিল মঞ্চ, হাতপাখা দিয়ে মঞ্চর ব্যকগ্রাউন্ড ডিজাইন করা হয়েছিল। মঞ্চ ছিল ঘট ও কলাপাতায় সাজানোর অভিনেত্রীরা মূলত লাল-সাদা শাড়িতেই সেজেছিলেন। আর অভিনেতারা পরেছিলেন ধুতি পাঞ্জাবি, কিংবা চোস্তা পাঞ্জাবি। সব মিলিয়ে জমজমাট ছিল গোটা অনুষ্ঠান।