বাংলা নিউজ > টুকিটাকি > Teachers' Day Wishes: কালই তো শিক্ষক দিবস! আজই প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের পাঠিয়ে দিন শুভেচ্ছাবার্তা

Teachers' Day Wishes: কালই তো শিক্ষক দিবস! আজই প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের পাঠিয়ে দিন শুভেচ্ছাবার্তা

পাঠিয়ে দিন শিক্ষক দিবসের শুভেচ্ছাবার্তা

Teachers' Day Wishes: কালই শিক্ষক দিবস। আপনার প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের আজই পাঠান খুব সুন্দর কিছু শুভেচ্ছাবার্তা। 

কালই শিক্ষক দিবস। বা শিক্ষক-শিক্ষিকা দিবস। ড. সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষ্যে এই দিনটি পালিত হয়। তার আগে আজই পাঠিয়ে দিন এই দিনের শুভেচ্ছাবার্তা। কী লিখতে হবে, জেনে নিন এখান থেকে। 

১। ছোটোবেলায় আপনার কাছে সেই বকুনি না খেলে এত দূর আসতাম না। সেদিন আপনি ভুল ধরিয়ে না দিলে আমি পথ হারিয়ে ফেলতাম। সে দিন আপনি যদি না থাকতেন, আমি বড় হতে পারতাম না। হারিয়ে যেতাম ভিড়ের মধ্যে।

শুভ শিক্ষক দিবস স্যর/ম্যাডাম। 

ধন্যবাদ আপনাদের সহযোগিতার জন্য।

 

২। আপনি আমাদের পাঠ্য বইয়ের চেয়ে বেশি শিখিয়েছেন। আপনি আমাদের জীবনের প্রাথমিক পাঠটাই শেখা আপনার থেকে। আপনার মতো একজন শিক্ষককে পেয়ে আমরা ধন্য! শুভ শিক্ষক দিবস।

 

৩। আপনি আমাদের অনেকবার বকেছেন, আবার আদরও করেছেন, কিন্তু সর্বোপরি আপনিই আমাদের প্রশ্ন করতে শিখিয়েছেন, যুক্তি খুঁজতে শিখিয়েছেন, অবাক হতে শিখিয়েছেন। 

হ্যাপি টিচার্স ডে।

 

৪। মা হল জীবনের শ্রেষ্ঠ শিক্ষিকা, ছোট থেকে তিনিই শিখিয়েছেন কীভাবে ভালোবাসতে হয়, কীভাবে যত্ন নিতে হয়, তাই তোমাকেও শিক্ষক দিবসের শুভেচ্ছা মা।

 

৫। আপনি আমায় আমার জীবনের প্রতিটা পদক্ষেপে উৎসাহিত করেছেন, শিখিয়েছেন এবং আমার কেরিয়ার গঠন করতে সাহায্য করেছেন।

হ্যাপি টিচার্স ডে!

 

৬। অতীত, বর্তমান, ভবিষৎ আপনার জন্যই। শিক্ষক দিবসের শুভেচ্ছা নেবেন। হ্যাপি টিচার্স ডে!

 

৭। প্রতিদিন আপনার সুন্দর হাসি দিয়ে আমাদের দিনটি উজ্জ্বল করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ! আপনার ইতিবাচক শক্তি আমাদের কলেজের দিনগুলিকে বেঁচে থাকতে সাহায্য করেছে! শুভ শিক্ষক দিবস!

 

(আরও পড়ুন: ক’দিন বাদেই শিক্ষক দিবস, আজ থেকেই ঝালিয়ে নাও এই দিনের ছোট্ট ভাষণ)

 

৮। আমাদের বাবা-মা আমাদের জীবন দিয়েছেন এবং আপনিই আমাদের শিখিয়েছেন কীভাবে এটি বাঁচতে হয়। আপনি আমাদের চরিত্রে সততা এবং আবেগ পুরো মাত্রায় ঢেলে দিয়েছেন। শুভ শিক্ষক দিবস!

 

৯। শিক্ষকরা কেবল মাত্র আমাদের একটি ভালো ছাত্র বা ছাত্রী হিসেবে গড়ে তোলেন না, বরং তাঁরা আমাদেকে ভালো মানুষের মতো বাঁচতে শেখান। আজকের দিনে সকল শিক্ষক-শিক্ষিকাকে প্রণাম জানাই।

 

১০। জীবনে চলার পথে আমি বহু শিক্ষকের থেকে শিক্ষা নিয়েছি, যাঁদের মধ্যে কয়েক জন অসাধারণ শিক্ষক ছিলেন, তাদের আমি আজও স্মরণ করি, তাঁদের এবং তাঁদের দেওয়া শিক্ষা আমার পক্ষে ভোলা সম্ভব নয়, শুভ শিক্ষক দিবস।

বন্ধ করুন