তিব্বতীয় বাদামি ভাল্লুক। এই প্রথম ভারতে দেখা মিলল এই ভাল্লুকের। সিকিম ফরেস্ট ডিপার্টমেন্ট ও ডব্লিউ ডব্লিউ এফ ক্য়ামেরা রেখেছিল জঙ্গলে। সেখানেই উত্তর সিকিমের একেবারে উচ্চ অক্ষাংশে এই ধরনের ভাল্লুকের দেখা মিলেছে। এটা অত্যন্ত বিরল প্রজাতির বলে মনে করা হচ্ছে। আইএফএস প্রবীন কাসোয়ান এই ছবি শেয়ার করেছেন। তিনি প্রায় রোজই বন্য জীবজন্তুদের ছবি শেয়ার করেন। তিনি সেই ছবিও শেয়ার করেছেন।
এদিকে ভারতের জঙ্গলে তিব্বতি বাদামি ভল্লুক রয়েছে বলে আগে জানা যায়নি। তবে এই ছবিই প্রমাণ করে এই ধরনের ভল্লুক রয়েছে ভারতের জঙ্গলে। একেবারে উচ্চ অক্ষাংশে এই ভল্লুকের ছবি ধরা পড়েছে।
আসলে ডব্লু ডব্লু এফের সহযোগিতায় সিকিমের পার্বত্য এলাকায় বন্যপ্রাণীর অস্তিত্ব নিয়ে গবেষণামূলক কাজ চলছে। তার নিরিখে বিভিন্ন জায়গায় ফাঁদ ক্যামেরাও পাতা হয়েছে। কী ধরনের জন্তু সেই জঙ্গলে রয়েছে, তাদের উপর বদলে যাওয়া আবহাওয়ার কোনও প্রভাব পড়ছে কি না সেটা দেখা হচ্ছে। আর সেটা দেখতে গিয়েই সামনে এসেছে নয়া ছবি। চোখ জ্বল জ্বল করছে। হেঁটে যাচ্ছে বাদামি ভল্লুক।
তবে শুধু বাদামি ভল্লুকই নয়, উত্তর সিকিমের লাচেন সহ বিভিন্ন প্রান্তে ফাঁদ ক্যামেরায় নানা জীবজন্তুর ছবি ধরা পড়েছে। এর আগে বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির ট্য়াপ ক্য়ামেরায় ধরা পড়েছিল বাঘের ছবি। প্রায় ১১ হাজার ৯৪২ ফুট উচ্চতায় দেখা গিয়েছিল বাঘের গতিবিধি। একেবারে রয়াল বেঙ্গল টাইগার। বাইসনের ছবিও দেখা গিয়েছিল। এবার দেখা গেল ঘুরে বেড়াচ্ছে বাদামি ভল্লুক।
আইএফএস প্রবীন কাসোয়ান লিখেছেন, আপনারা দেখছেন বিরল তিব্বতি বাদামি ভল্লুক। ভারতের ছবি এটা। ভারতের জীব বৈচিত্রে নতুন একজন যুক্ত হল। এই বিরল পশুটি সিকিমের উচ্চ অক্ষাংশে দেখা গিয়েছে। সিকিম ফরেস্ট ডিপার্টমেন্ট ও WWF-এর সহযোগিতায় এই জন্তুটি ক্যামেরাবন্দি হয়েছে। ভারতে আরও কিছু আবিস্কার করার বাকি রয়েছে।
পিটিআই সূত্রে খবর, এই বিরল ভল্লুকটি হিমালয়ের যে ব্ল্য়াক বিয়ার পাওয়া যায় তার থেকে খানিক আলাদা ধরনের। এর বাসস্থানও কিছুটা আলাদা। এই Tibetan Brown Bear অনেকের কাছে Tibetan Blue Bear বলেও পরিচিত। বিশ্বের বন্য জন্তুর তালিকায় এটা যথেষ্ট বিরল। নেপাল, ভুটান আর তিব্বতের কিছু এলাকায় এটা দেখা যায়।