World consumer rights day 2023: প্রতি বছর ১৫ মার্চ বিশ্ব ক্রেতা অধিকার দিবস পালন করা হয়। বিশ্ব জুড়ে ক্রেতাদের অধিকার সুরক্ষিত করতেই এই বিশেষ দিনটি পালন করা হয়। প্রতি বছরই নতুন ভাবনা ঘিরে দিনটি উদযাপন করা হয়।
1/6প্রতি বছর ১৫ মার্চ বিশ্ব ক্রেতা অধিকার দিবস পালন করা হয়। বিশ্ব জুড়ে ক্রেতাদের অধিকার সুরক্ষিত করতেই এই বিশেষ দিনটি পালন করা হয়। প্রতি বছরই নতুন ভাবনা ঘিরে দিনটি উদযাপন করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
2/6১৫ মার্চ বিশ্ব ক্রেতা দিবসের মূল উদ্দেশ্য পৃথিবী জুড়ে ক্রেতাদের বিভিন্ন বিষয়ে সতর্ক করা। তাদের অধিকার সম্পর্কে তাদের সচেতন করে তোলা। গত বছর এই দিনটির ভাবনা ছিল অনলাইন পেমেন্টের নানা দিক নিয়ে সচেতনতা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
3/6প্রথম এই দিনটির ভাবনা তৈরি করেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। তিনিই ক্রেতাদের অধিকার সম্পর্কে একটি সুনির্দিষ্ট ধারণা তৈরি করেন। ১৯৬২ সালে ১৫ মার্চ এই সংক্রান্ত একটি খসড়া নির্মাণ করেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
4/6কেনেডির খসড়া প্রকাশের দিনটি উপলক্ষ করেই শুরু হয় আন্তর্জাতিক ক্রেতা সুরক্ষা দিবস। ২০২৩ সালে এই দিনটির ভাবনা হল পরিবেশবান্ধব শক্তির ব্যবহার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
5/6গত কয়েক বছরে অনেকটাই বেড়েছে বাজারচলতি জ্বালানির দাম। একদিকে যেমন তেলের দাম বাড়ছে। অন্যদিকে কমে যাচ্ছে সঞ্চিত ভূগর্ভস্থ শক্তির পরিমাণ। এর ফলে তারও দাম বাড়ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
6/6মূল্যবৃদ্ধির জন্য সাধারণ মানুষের সংসার খরচ বেড়ে গিয়েছে অনেকটাই। সংসার চালাতে আরও সাবধানী হতে হচ্ছে। এই অবস্থায় পরিবেশবান্ধব শক্তি ব্যবহার করলে খরচ অনেকটাই কমতে পারে। সেই বিষয়ে সচেতনতা প্রচার করতেই ২০২৩ সালে ১৫ মার্চের ভাবনা পরিবেশবান্ধব শক্তির ব্যবহার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)