সিগারেট তো আপনি ঘরে খাচ্ছেন না? আর খেলেও বাড়ির বাচ্চাদের সামনে খান না। ওদের আড়ালে খান। তাতে কি ক্ষতি হতে পারে আপনার সন্তানের? হয়তো না জেনে বুঝেই বড় বিপদ ডেকে আনছেন আপনার সন্তানের জন্য। আপনার জন্য ভুগতে হতে পারে আপনার সন্তানকে। জানেন কীভাবে ওদের শরীরে আপনার অজান্তে বিষ চলে যাচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, Third hand smoke(THS)-এর শিকার হতে পারে ওরা। আজ পয়লা আগস্ট। world lung cancer day। সাবধান হতে পারেন এখন থেকেই।
একাধিক মেডিকেল জার্নাল বলছে, সন্তানের সামনে সিগারেট না খেলেও না জেনে বুঝেই ক্ষতি করছেন আপনার সন্তানের। উইকিপিডিয়াতে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে সিগারেটের যে টক্সিক উপাদান থাকে তা সিগারেট নিভিয়ে দেওয়ার পরও ঘরের মধ্যে থেকে যায়। আপনি যখন গাড়িতে স্মোক করেন তখন গাড়ির এই ছোট্ট পরিসরের মধ্যে সিগারেট নিভিয়ে দেওয়ার পরও তার টক্সিক উপাদান থেকে যায়। ঘরের কার্পেটে, তোয়ালেতে, সোফাতে, আপনার জামায়, গাড়ির সিটে দীর্ঘক্ষণ ধরে থেকে যায় সেই বিষাক্ত উপাদান।
এরপর আপনার শিশু সন্তান যখন সেগুলি স্পর্শ করে তারপর আবার মুখে হাত দেয় এবং পরোক্ষে সেই বিষাক্ত উপাদান তার শরীরেও প্রবেশ করে। একাধিক বিদেশী জার্নালে এ নিয়ে তথ্যের কথা উল্লেখ করা হয়েছে।
এটাকে বলা হচ্ছে থার্ড এন্ড স্মোকিং। অর্থাৎ আপনি কারো সামনে ধূমপান করছেন না কিন্তু তবুও আপনি ধূমপাই হিসাবে অন্যের ক্ষতি করছেন এবং সেটা পরোক্ষে সে ক্ষেত্রে আপনার বাড়িতে শিশু সন্তান থাকলে তার উপর ওকে ক্ষতি করছেন আপনি এমনটাই বলছেন চিকিৎসকদের একাংশ।
ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সঞ্চয়ণ মণ্ডল( সিনিয়র কনসালট্য়ান্ট মেডিক্যাল অঙ্কোলজিস্ট) বলেন, তোয়ালেতে, জামাতে, সিগারেটের বিষাক্ত উপাদান থেকে যেতে পারে। সেটাই সন্তানের পক্ষে ক্ষতির কারণ হতে পারে। এ ব্যাপারে সাধারণ মানুষের সচেতনতার অত্যন্ত প্রয়োজন। না হলে আগামী দিনে আরো বড় বিপদ নেমে আসতে পারে। বিভিন্ন পরিবারে যারা ধূমপান করেন তাদের এ ব্যাপারে সতর্ক হওয়া অত্যন্ত প্রয়োজন।
এবার জেনে নেওয়া যাক এভার স্মোকার আর নেভার স্মোকারের প্রকারের মধ্যে কী পার্থক্য?
চিকিৎসক জানিয়েছেন, নেভার স্মোকার হলেন সেই সমস্ত মানুষজন যারা সারা জীবনে একশর থেকে কম সিগারেট খেয়েছেন। অর্থাৎ একশোর কম ধূমপান করেছেন যারা তারা হলেন নেভার স্মোকার। আর এভার স্মোকার হলেন যারা একশ বা তার থেকে বেশি সিগারেট খেয়েছেন সারা জীবনে তারাই হলেন এভার স্মোকার। এবার আপনি দেখে নিন আপনি এভার না নেভার স্মোকার কোন দলে পড়বেন?