চলতি আইপিএলের প্রথম সাত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের সার্বিক পারফর্ম্যান্স ছিল অত্যন্ত ইতিবাচক। লিগের প্রথমার্ধেই ৫টি ম্যাচ জেতে কেকেআর। তবে বিস্তর চর্চা হয় প্রায় ২৫ কোটির (২৪ কোটি ৭৫ লক্ষের) বোলার মিচেল স্টার্ককে নিয়ে। আইপিএলের ইতিহাসের সব থেকে দামি ক্রিকেটারের কাছ থেকে স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। সেই প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হন অজি পেসার।
কেকেআরের হয়ে আইপিএলের প্রথম ২ ম্যাচে মাঠে নেমে উইকেটহীন থাকেন মিচেল স্টার্ক। তৃতীয় ম্যাচে একজোড়া উইকেট তোলেন তিনি। ৭টি ম্যাচে মাঠে নেমে মোট ৪টি ম্যাচে উইকেটহীন থাকেন স্টার্ক। প্রথম সাত ম্যাচে তিনি সাকুল্যে ৬টি উইকেট দখল করেন। তবে শুরু থেকে একটি বিষয়ে অত্যন্ত ধারাবাহিক ছিলেন স্টার্ক। তিনি প্রায় সব ম্যাচে রান খরচ করেন বিস্তর।
কলকাতার হয়ে এবছর চার ওভারের বেশি বল করা বোলারদের মধ্যে সব থেকে বেশি রান খরচ করেছেন স্টার্ক। তিনি ৭ ম্যাচে সাকুল্যে ২৫ ওভার বল করেছেন। ২৮৭ রান খরচ করে সংগ্রহ করেছেন ৬টি উইকেট। অর্থাৎ ওভার প্রতি তিনি ১১.৪৮ রান খরচ করেছেন। তাঁর এমন ইকনমি-রেটকে ভয়ানক বলতেই হয়।
স্বাভাবিকভাবেই কেকেআরের আট নম্বর লিগ ম্যাচে বাদ পড়েন স্টার্ক। যদিও শাক দিয়ে মাছ ঢাকার মতো স্টার্কের বাদ পড়ার কারণ হিসেবে আঙুলে চোটের কথা জানান নাইট দলনায়ক শ্রেয়স আইয়ার। তবে সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে বিশেষজ্ঞ, সকলেরই ধারণা, ফর্মের জন্য বাদ পড়েন সব থেকে দামি বোলার।
আরও পড়ুন:- হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা
শুক্রবার ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআর মিচেল স্টার্কের বদলে মাঠে নামায় দুষ্মন্ত চামিরাকে। শ্রীলঙ্কার পেসার কেকেআরের জার্সিতে মাঠে নেমে মোটেও চমক দেখাতে পারেননি। বরং তিনি মার খান যথেচ্ছ। পঞ্জাবের বিরুদ্ধে চামিরা এত রান খরচ করেন যে, তাঁকে চার ওভারের বোলিং কোটা পূর্ণ করার সুযোগ দেয়নি কেকেআর। যদিও পঞ্জাব ৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায়।
কেকেআরের হয়ে ৩ ওভার বল করে সাকুল্যে ৪৮ রান খরচ করেন চামিরা। উইকেট পাননি কোনও। সুতরাং, তিনি ওভার প্রতি ১৬ রান করে উপহার দেন। তাঁর এমন খরুচে বোলিং দেখে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ শুরু হয়ে যায়। রান খরচ করার নিরিখে মিচেল স্টার্কের যথাযথ পরিবর্ত হিসেবে বর্ণনা করা হতে থাকে তাঁকে। প্রথম ম্যাচে চামিরার ইকনমি রেট স্টার্কের থেকেও বেশি হওয়ায় নেটিজেনদের কটাক্ষ শুরু হয়ে যায় এই বলে যে, অজি তারকার ভূমিকা যথাযথ পালন করছেন শ্রীলঙ্কান পেসার।
উল্লেখ্য, চামিরাকে কেকেআর ৫০ লক্ষ টাকার বেস প্রাইসে দলে নেয়। তিনি অ্যাটকিনসনের পরিবর্ত হিসেবে নাইট রাইডার্স স্কোয়াডে যোগ দেন।