এখনও আইপিএল জয়ের স্বাদ পায়নি পঞ্জাব কিংস। কিংস ইলেভেন পঞ্জাব থেকে নাম বদলে পঞ্জাব কিংস হয়েছে। কিন্তু তাতেও ভাগ্য বদলায়নি। চলতি বছরেও পঞ্জাবের পারফরম্যান্স আহামরি কিছু নয়। তবে শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে যেভাবে তাদের ২৬২ রান তাড়া করে হারিয়েছে পঞ্জাব, সেটা দেখে নিঃসন্দেহে আবেগে ভেসেছে প্রীতি জিন্টা। বলিউডের সুন্দরী বরাবরই এই ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে আবেগপ্রবণ। দল হারলে তিনি মুষড়ে পড়েন। জিতলে উচ্ছ্বাসে ভাসেন। এই দলের সঙ্গে প্রীতি জিন্টার যে একটি আত্মিক সম্পর্ক রয়েছে, সে কথা স্পষ্ট করে দিয়েছেন পঞ্জাবের প্রাক্তনী ইরফান পাঠানও।
আরও পড়ুন: কিং খানের সামনেই গড়লেন ইতিহাস, তার পর কপি করলেন শাহরুখের পোজ, ইডেনের বাদশা হলেন শশাঙ্ক- ভিডিয়ো
শুক্রবার কেকেআর-এর সঙ্গে পঞ্জাবের ম্যাচের ইনিংস বিরতিতে স্টার স্পোর্টসে আলোচনার সময়ে প্রীতির পঞ্জাবের সঙ্গে গভীর সম্পর্কের কথা বলেছেন ইরফান। প্রসঙ্গত, ভারতের প্রাক্তনী পঞ্জাব কিংসের হয়ে তিন বছর প্রতিনিধিত্ব করেছেন। ইরফান পাঠান বলেছেন, ‘উনি একজন অসাধারণ মানুষ। দলের সঙ্গে তাঁর আত্মিক যোগ রয়েছে। হারলে একেবারে অস্থির হয়ে পড়েন। খুবই ভেঙে পড়েন। কিন্তু তিনি জানেন, কীভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়।’
আরও পড়ুন: ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স
পাঠান আরও বলেছেন, ‘যেহেতু তিনি একজন দুর্দান্ত অভিনেত্রী, , খুব অভিজ্ঞ এবং খুব সফল, তিনি জানেন যে এটি সহজ বিষয় নয়। এমন কী বোঝেনও, প্রতিটি সিনেমা হিট হতে পারে না। একই ভাবে আমরা যে প্রতিটি ম্যাচ জিততে পারি না, সেটাও ভালো করে বোঝেন। দলের সঙ্গে আমার তিন বছরে ৪০টিরও বেশি ম্যাচ খেলেছি এবং তিনি পরাজয়ের পর যখন আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন, তখন দেখেছি, মাত্র দু' বা তিন ওঁকে কিছুটা হতাশা দেখিয়েছে। বাকি সব সময়ে তিনি শান্ত থাকতেন।’
আরও পড়ুন: ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস লিখল পঞ্জাব, IPL-এও RR-এর নজির ভেঙে গেল, হল নয়া রেকর্ড
ইরফান পাঠান আরও জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জেতার পর প্রীতি জিন্টা ব্যক্তিগত ভাবে পরাঠা তৈরি করে প্লেয়ারদের খাইয়েছিলেন। তিনি এতটাই মাটির মানুষ। পাঠানের দাবি, ‘তিনি একবার দক্ষিণ আফ্রিকায় দলের জন্য নিজের হাতে পরোটা তৈরি করেছিলেন। প্রায় ৪০টিরও বেশি পরোটা বানিয়েছিলেন। আসলে সেই দিন আমরা চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জিতেছিলাম। তার জন্য তিনি খুব খুশি ছিলেন। তিনি একেবারে অন্য ধরনের কর্ণধার।’
শুক্রবার কলকাতা নাইট রাইডার্সকে তাদের ঘরের মাঠ ইডেনে হারিয়ে বড় অক্সিজেন পেয়েছে পঞ্জাব কিংস। ৯ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৬। রয়েছে লিগ টেবলের আট নম্বরে। এখনও কিন্তু প্লে-অফের ক্ষীণ আশা বেঁচে রয়েছে প্রীতির দলের।