'ফোর্বস ওয়ার্ল্ডস বিলিয়নেয়ারস' তালিকায় বাড়ল ভারতীয়দের সংখ্যা। রিপোর্ট অনুযায়ী, এবছর ভারতের ২৫ জন ব্যবসায়ী এই নয়া তালিকায় জুড়েছেন। এবছর ভারতীয় বিলিয়নেয়ারদের সম্মিলিত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯৫৪ বিলিয়ন ডলার। গতবছর এই পরিমাণ ছিল ৬৭৫ বিলিয়ন ডলার। এই আবহে গতবারের তুলনায় এবছর ভারতীয় বিলিয়নেয়ারদের সম্মিলিত সম্পত্তির পরিমাণ বেড়েছে ৪১ শতাংশ। এদিকে গতবার ভারতীয় বিলিয়নেয়ারের সংখ্যা ছিল ১৬৯। এবার তা প্রায় ২০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। নতুন বিলিয়নেয়ারদের মধ্যে আছেন রেণুকা জাগতিয়ানি, নরেশ ত্রেহান, ওঙ্কার কানওয়ার, কবীর মুলচন্দানিরা। (আরও পড়ুন: পাক-চিনকে বার্তা - 'আগুন নিয়ে খেলো না', নবপ্রজন্মের পারমাণবিক মিসাইল লঞ্চ ভারতের)
আরও পড়ুন: কচ্ছতিভু নিয়ে রাজনৈতিক বিতর্ক জারি, প্রশ্ন উঠতেই ভারতীয় বিদেশ মন্ত্রক বলল...
এদিকে ভারতীয় বিলিয়নেয়ারদের মধ্যে তালিকার শীর্ষে আছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মুকেশ আম্বানি। তাঁর মোট ১১৬ বিলিয়ন ডলার সম্পত্তি রয়েছে বলে জানানো হয়েছে ফোর্বসের রিপোর্টে। এদিকে তালিকায় আছেন গৌতম আদানি (৮৪ বিলিয়ন ডলার), শিব নাদার (৩৬.৯ বিলিয়ন ডলার), সাবিত্রী জিন্দাল অ্যান্ড ফ্যামিলি (৩৩.৫ বিলিয়ন ডলার) এবং দিলীপ সাংভি (২৬.৭ বিলিয়ন ডলার)। (আরও পড়ুন: জিহাদিদের দিয়ে পাকিস্তানে জঙ্গিদের খুন করাচ্ছে RAW, দাবি রিপোর্টে, খারিজ দিল্লির)
আরও পড়ুন: ফ্যাক্টর সন্দেশখালি, বাংলায় ভোটে BJP-র 'বটমলাইন' নিয়ে বড় দাবি PK-র, কী বলছে TMC
এদিকে ল্যান্ডমার্ক গ্রুপের চেয়ারপার্সন ও সিইও রেণুকা জাগতিয়ানির মোট সম্পদের পরিমাণ ৪৮০ কোটি ডলার; মেদান্ত হাসপাতাল চেইনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নরেশ ত্রেহানের মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার; অ্যাপোলো টায়ার্সের চেয়ারম্যান, ওঙ্কার কানওয়ারের মোট সম্পদ ১.৪ বিলিয়ন ডলার; এবং ফাইভ হোল্ডিংসের স্বত্বাধিকারী, কবির মুলচন্দানির মোট সম্পদের পরিমাণ ২ বিলিয়ন ডলার। (আরও পড়ুন: বার্থ সার্টিফিকেটের নিয়মে বড় বদল! সঙ্গে চলবে NPR-এর জন্য তথ্য সংগ্রহ: রিপোর্ট)
আরও পড়ুন: ৭-এ ৭ 'ধারাবাহিক' RBI-এর, বড় খবর সাধারণ ঋণগ্রহীতাদের জন্য
ফোর্বসের তালিকায় অভিষেক ঘটানো ২৫ জন ব্যক্তি কারা?
- রেণুকা জাগতিয়ানি
- নরেশ ত্রেহান
- ওঙ্কার কানওয়ার
- কবীর মুলচন্দানি
- অজয় জয়সিংহঘানি
- অনিল গুপ্তা
- রমেশ কুনহিকান্নান
- মহাবীর প্রসাদ তাপারিয়া
- বিজয় আগরওয়াল
- গিরধারী জয়সিংঘানি
- মতিলাল ওসওয়াল
- কল্পনা পারেখ
- ললিত খৈতান
- নিখিল মার্চেন্ট
- প্রদীপ রাঠোড়
- শিবরতন তাপারিয়া
- ইরফান রাজাক
- শশীশেখর পণ্ডিত
- সুব্বাম্মা জাস্তি
- নোমান রাজাক
- রেজওয়ান রাজাক
- শিবরতন আগরওয়াল
- রমেশ জয়সিংঘানি
- আলপনা ডাঙ্গি
- নরেশ জৈন
এদিকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে এবারের তালিকায় স্থান করে নিয়েছেন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট। তাঁর মোট সম্পত্তির মূল্য ২২৩ বিলিয়ন ডলার। লুই ভুইতোঁ সহ বিশ্বের ৭৫টি নামিদামি ফ্যাশন ও প্রসাধনী ব্র্যান্ডের মালিক তিনি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন টেসলা ও স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক। তাঁর মোট সম্পত্তির মূল্য ১৯৫ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের সহ-প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর সম্পত্তির পরিমাণ ১৯৪ বিলিয়ন ডলার। এরপরই তালিকায় আছেন ফেসবুকের মার্ক জাকারবার্গ। পঞ্চম স্থানে আছেন মার্কিন ব্যবসায়ী ল্যারি এলিসন। এরপরই তালিকায় আছেন মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তালিকায় সপ্তম স্থানে রয়েছেন। নবম স্থানে আছেন ভারতের মুকেশ আম্বানি। আর দশম স্থানে আছেন কম্পিউটার বিজ্ঞানী ল্যারি পেজ।