মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় মঙ্গলবার রাত থেকে ব্যাপক হিংসার ঘটনা প্রকাশ্যে আসে। দুটি গোষ্ঠীর মধ্যে চলা এই সংঘাতে অনেকে আহত হয়েছেন। ঘটনায় আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে। বহু গাড়ি ভাঙচুরও করা হয়।
পুলিশের সূত্র অনুযায়ী, দুটি গোষ্ঠীর অন্তত ছয় থেকে সাতজন আহত হয়েছেন এই ঘটনায়। গোটা হিংসার ঘটনায় মোট ১৬ জন গ্রেফতার হয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও এই হিংসার ঘটনায় আরও ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। গোটা ঘটনা নিয়ে একটি এফআইআর ইতিমধ্যেই দায়ের হয়েছে। দুই গোষ্ঠীর মধ্যে একে অপরের বিরুদ্ধে এই এফআইআর এ দায়ের হয়েছে অভিযোগ। ঘটনার জেরে গোটা জেলায় অশান্তি ছড়িয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
('গান্ধীজিকে খুনের চেষ্টা হিন্দু উগ্রবাদীদের', মুছে দেওয়া হল NCERT-র বই থেকে!)
( 'সমালোচনামূলক মতামতকে প্রতিষ্ঠান বিরোধী বলা যাবে না', বার্তা সুপ্রিম কোর্টের)
(বিজেপিতে যোগ নয়, 'মামা' বোম্মাইকে শুধু সমর্থনের বার্তা অভিনেতা সুদীপের )
পুলিশের তরফে রাকেশ ওলা জানিয়েছেন, ‘ আহমেদনগরে কিছু লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং কিছু যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে আহত ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। বিশ্বাস করবেন না বা গুজব ছড়াবেন না।’ এছাড়াও আরও একটি সংঘর্ষে মহারাষ্ট্রের নান্দুরবারেও ব্যাপক হিংসা ছড়িয়েছে। সেই হিংসার ঘটনায় ৩ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। পাথর বর্ষণে তাঁরা আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup