মামলা ছিল মালায়লম নিউজ চ্যানেল ‘মিডিয়া ওয়ান’কে ঘিরে। যে চ্যানেলকে 'সিকিউরিটি ক্লিয়ারেন্স' বা নিরাপত্তাজনিত ছাড়পত্র দিচ্ছিল না কেন্দ্র। কেন্দ্রের সেই পদক্ষেপকে বাতিল করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, কোনও মিডিয়া সংস্থার সমালোচনাধর্মী ভাবধারাকে প্রতিষ্ঠান বিরোধী বলে গণ্য করা যাবে না।
এই মামলা সম্পর্কিত শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, তদন্তমূলক রিপোর্টিং যখন মানুষের অধিকার, সত্তা নিয়ে কথা বলছে, তার ওপর প্রভাব ফেলছে, তখন সেই রিপোর্টিংয়ের ওপর সম্পূর্ণ অনাক্রম্যতা দাবি করা যাবে না। বেঞ্চ জানাচ্ছে, মানুষের অধিকার অস্বীকার করে কোনও মতেই জাতীয় নিরাপত্তা তুলে ধরা যাবে না। এই মামলায় কার্যত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে সাফ বার্তা দিয়েছে কোর্ট। সুপ্রিম কোর্ট বলছে, কোনও মিডিয়া সংস্থার উপর অযৌক্তিকভাবে বিধি আরোপ করতে পারে না রাষ্ট্র। নয়তো, এরফলে ‘হাড়হিম করা প্রভাব’পড়তে পারে সংবাদমাধ্যমের স্বাধীনতায়। দেশের শীর্ষ আদালত বলছে, 'সংবাদ মাধ্যমের দায়িত্ব রয়েছে ক্ষমতার কাছে সত্যিটা বলার'।
( 'মিথ্যা কথা', এনসিইআরটির বই থেকে মুঘল অধ্যায় সরানো ইস্যুতে মুখ খুললেন ডিরেক্টর)
( NCERT-র নতুন বইতে গান্ধীজি, গডসে, RSS সম্পর্কিত অধ্যায়ে কোন অংশ বাদ পড়ল?)
( সব কাজ নিখুঁত করতে গিয়ে চাপে ভোগেন? মহিলাদের এই স্বাস্থ্যগত সমস্যা আসলে কী!)
সাফ বার্তায় এই মামলায় দেশের সুপ্রিম কোর্ট জানিয়েছে,'সরকারের নীতি নিয়ে মিডিয়াওয়ান চ্যানেলের সমালোচনামূলক মতামতকে প্রতিষ্ঠান বিরোধী বলা যাবে না। এমন শব্দ ব্যবহার করার ক্ষেত্রেও এটি স্পষ্ট হয় যে এটা আশা করা হচ্ছে যে প্রতিষ্ঠানকে সমর্থন করবে সংবাদমাধ্যম।' উল্লেখ্য, কেরলের মালায়াম চ্যানেল 'মিডিয়া ওয়ান' চ্যানেলটির ওপর ৪৮ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছিল ২০২০ সালে। সেই সময় দিল্লি দাঙ্গার কিছু ছবি তুলে ধরেছিল চ্যানেলটি। তারপরই তাদের ওপর ওই নিষেধাজ্ঞা জারি হয়। '১৯৯৪ কেবল টেলিভিশন নেটওয়ার্ক রুলস'-এর বিশেষ বিধি লঙ্ঘন করেছিল ওই চ্যানেল, এমনই অভিযোগে চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। ২০২২ সালে ওই চ্যানেলটি 'অফ এয়ার' হয়। পরে তার লাইসেন্সও রিনিউ করতে দেওয়া হয়নি। সেক্ষএত্রে দেশের নিরাপত্তাজনিত বিষয়টি সামনে এসেছিল। সেই ইস্যু ঘিরেই ছিল মামলা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup