পরোটায় পোকার পর এবার বন্দে ভারতের রুটিতে মিলল আরশোলা। বন্দে ভারতের খাবারের গুণগত মান নিয়ে আইআরসিটিসিকে আগেই সতর্ক করেছিল রেল। ফের খাবারে আরশোলা মেলায় মান নিয়ে প্রশ্নের মুখে আইআরসিটিসি। খাবারের আরশোলা থাকার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক যাত্রী। তারপরে ভারতীয় রেলে খাবারের গুণগত মান নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। এই ঘটনায় আইআরসিটিসি পরিষেবা প্রদানকারীকে মোটা জরিমানা আরোপ করেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: আসানসোল, মালদা থেকেও চলতে পারে বন্দে ভারত! বাংলার কোন ৭টি রুটের নাম প্রস্তাব হল?
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ২৪ জুলাই। রানি কমলাপতি (হাবিবগঞ্জ)- হজরত নিজামুদ্দিন বন্দে ভারত এক্সপ্রেসে ভ্রমণকারী একজন যাত্রী আইআরসিটিসির পরিবেশিত খাবারে একটি আরশোলা দেখতে পান। ক্ষুব্ধ যাত্রী খাবারের একটি ছবি তোলেন এবং টুইটারে শেয়ার করেন। তাতে ক্ষুব্ধ হয়ে ওঠেন অন্যান্য যাত্রীরা। ভারতীয় ট্রেনে খাবারের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যাত্রীরা। যাত্রীর টুইটের জবাবে আইআরসিটিসির তরফে ক্ষমা চাওয়া হয়। কর্তৃপক্ষ যাত্রীদের আশ্বস্ত করেছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং খাদ্য তৈরির সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারীকে সতর্ক করা হয়েছে। এই ঘটনায় পরিষেবা প্রদানকারীর সংস্থাকে মোটা টাকা জরিমানা করেছে আইআরসিটিসি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা ঘটে না ঘটে তার জন্য ওই সংস্থাকে সতর্ক করেছে।
ভোপালের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার নিশ্চিত করেছেন, এই ঘটনার পরেই আইআরসিটিসির তরফে যাত্রীর জন্য বিকল্প খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া খাবার পরিবেশনকারী সংস্থার বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ধরনের ত্রুটিগুলির প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
জানা গিয়েছে, ওই ট্রেনে ভ্রমণকারী আরও বেশ কয়েকজন যাত্রীও টুইটারে খাবারের মান নিয়ে তাদের অভিযোগ জানিয়েছিলেন। আইআরসিটিসির তরফে জানানো হয়েছে যাত্রীদের সমস্যার সমাধান করা হয়েছে। পশ্চিম সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র জানান, এই ত্রুটির জন্য দায়ী সংস্থাকে উপর ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে ওই সংস্থাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এরজন্য বন্দে ভারতের রান্নাঘরে নজরদারি চালানোর পরিকল্পনা করা হয়েছে। খাবারের মান যেন ঠিক থাকে তার জন্য রেলের তরফে এই পদক্ষেপের পরিকল্পনা করা হয়েছে।