বাংলা নিউজ > ঘরে বাইরে > মাদ্রাজ হাইকোর্টের ভর্ত্সনার পর মিডিয়ার স্বাধীনতা নিয়ে দ্বিধা বিভক্ত ছিল কমিশন!

মাদ্রাজ হাইকোর্টের ভর্ত্সনার পর মিডিয়ার স্বাধীনতা নিয়ে দ্বিধা বিভক্ত ছিল কমিশন!

নির্বাচন কমিশনের দফতর। ফাইল ছবি। সৌজন্যে–এএনআই।

বর্তমানে দায়িত্বে থাকা দুই নির্বাচন কমিশনারের একজন মাদ্রাজ আদালতের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়া নিয়ে বিরোধিতা করেছিলেন।

মাদ্রাজ হাইকোর্টের 'খুনের মামলা' পর্যবেক্ষণের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে গিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ যাতে সংবাদমাধ্যমে প্রকাশ না করা হয়, সেই আবেদনও জানা হয়। তবে সংবাদমাধ্যমের উপর খাড়া নামিয়ে আনতে চায়নি কমিশনেরই একাংশ।

এদিকে সুপ্রিমকোর্টে মাদ্রাজ হাইকোর্টের বিরুদ্ধে আবেদন নিয়ে মুখ পোড়ে কমিশনের। এরপরই এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফে বলা হয়, 'কমিশন স্পষ্ট করে বলতে চায় যে এটি মুক্ত গণমাধ্যমের প্রতি বিশ্বাস রাখে এবং এর প্রতি আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কমিশন সামগ্রিকভাবে বিশ্বাস করে যে সব নির্বাচন পরিচালনা এবং দেশের গণতন্ত্রকে জোরদার করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা পালন করে।'

আর এরপরই উঠেছে প্রশ্ন। সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বস করলে সুপ্রিমকোর্টে কেন সেই আবেদন করা হয়েছিল? সূত্রের খবর, মাদ্রাজ হাইকোর্টের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যাওয়ার সিদ্ধান্ত সার্বিক ভাবে নেওয়া হয়নি। জানা গিয়েছে, বর্তমানে দায়িত্বে থাকা দুই নির্বাচন কমিশনারের একজন মাদ্রাজ আদালতের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়া নিয়ে বিরোধিতা করেছিলেন। উল্লেখ্য, তিন সদস্যের কমিশনে এখন একটি পদ ফাঁকা। মুখ্য নির্বাচন কমিশনারের পদে রয়েছেন সুশীল চন্দ্র। অপর কমিশনার পদে রয়েছেন রাজীব কুমার।

উল্লেখ্য, কিছুদিন আগে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় পাঁচ রাজ্যের ভোটের সময় করোনা পরিস্থিতি নিয়ে কার্যত তুলোধনা করেছিলেন নির্বাচন কমিশনকে। করোনার বাড়বাড়ন্তের জন্য কমিশনকেই দায়ি করেছিলেন তিনি। বলেছিলেন, কমিশনের বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত। মাদ্রাজ হাইকোর্টের এই মন্তব্যের বিরুদ্ধেই শীর্ষ আদালতে দ্বারস্থ হয় কমিশন।

মাদ্রাজ হাইকোর্টের সেই পর্যবেক্ষণ নিয়ে কমিশনের বক্তব্য ছিল, কোভিড বৃদ্ধির জন্য কমিশনকে দায়ি করে মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণের খবর ছড়িয়ে পড়ার পর তাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কমিশনের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল, আদালতের মৌখিক পর্যবেক্ষণের খবর করা থেকে বিরত থাকুক সংবাদমাধ্যম।

 

ঘরে বাইরে খবর

Latest News

দাদাগিরির মুকুটে নতুন পালক! সৌরভের শো-কে বিশেষ সম্মান ডাকবিভাগের, কী বলুন তো? এল মঙ্গলবার্তা, দাম কমল সোনার, আজ কলকাতায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু? EDর ওপর হামলায় আদালতের চোখে ধুলো দিতে নীরিহদের ধরেছিল পুলিশ, খবর CBI সূত্রে শিক্ষকদের ছুটি নিয়ে কড়া অবস্থান নিল স্কুলশিক্ষা দফতর, নির্দেশিকা পৌঁছল সর্বত্র ১৫ BHK বাড়ি, ১ কোটির গাড়ি, সাপের বিষ-কাণ্ডে জড়িত এলভিশ যাদবের সম্পত্তি কত AFG vs IRE T20I: আয়ারল্যান্ডকে ৫৭ রানে হারিয়ে ২-১ সিরিজ জিতল আফগানিস্তান লোকসভার পরই বাড়তে পারে এই রাজ্যের সরকারি কর্মীদের বেতন, অঙ্কে ঘুরবে মাথা! বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় অবমাননার দায়ে ‘সুপ্রিম’ নোটিস রামদেব, বালাকৃষ্ণকে আর কত দিন লাগবে? সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের রিপোর্ট চেয়ে CFSLকে ফের চিঠি দিল ED ‘মেসবাড়ি’র গল্প বলবেন খেয়ালী, বিশ্বনাথ, দেবদূতরা! দেখুন শর্ট ফিল্মের ট্রেলার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.