বাংলা নিউজ > ঘরে বাইরে > গোয়ায় নববর্ষে আতশবাজিতে আহত হয়েছিলেন ইতালির রাষ্ট্রদূতের স্ত্রী, ১ মাস পর FIR

গোয়ায় নববর্ষে আতশবাজিতে আহত হয়েছিলেন ইতালির রাষ্ট্রদূতের স্ত্রী, ১ মাস পর FIR

আতশবাজিতে আহত ইতালীয় রাষ্ট্রদূতের স্ত্রী। প্রতীকী ছবি (HT_PRINT)

গোয়া পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গোয়াতে ইতালির রাষ্ট্রদূত ভিনসেঞ্জো ডি লুকার অভিযোগ দায়ের করার পর শুক্রবার পুলিশ রিসর্ট মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ভারতীয় দণ্ডবিধির ৩৩৮ ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

নববর্ষ পালন করতে গিয়ে ঘটেছিল বিপত্তি। গোয়ার সমুদ্র সৈকতে একটি রিসর্টে আতশবাজির ফলে আহত হয়েছিলেন ইতালীয় রাষ্ট্রদূতের স্ত্রী। সেই ঘটনায় রিসোর্ট মালিকের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। ঘটনাটি ঘটেছিল গত ১ জনুয়ারি। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই ব্যবস্থা নেই পুলিশ।

আরও পড়ুন: OYO রুম বুকিংয়ে পয়লা জানুয়ারি গোয়াকে পিছনে ফেলল অযোধ্যা! নিউ ইয়ারে কত বুকিং এল?

গোয়া পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গোয়াতে ইতালির রাষ্ট্রদূত ভিনসেঞ্জো ডি লুকার অভিযোগ দায়ের করার পর শুক্রবার পুলিশ রিসর্ট মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ভারতীয় দণ্ডবিধির ৩৩৮ ধারার (অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করে গুরুতর আঘাত করা) অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। এফআইআর অনুযায়ী, অভিযুক্তরা তাড়াহুড়ো করে এবং অবহেলা করে রিসর্টের চত্বরে আতশবাজি ফাটানোর অনুমতি দিয়েছিল। তাতে ভারত ও নেপালে ইতালির রাষ্ট্রদূত ভিনসেঞ্জো ডি লুকার স্ত্রী পাওলা ফেরি আতশবাজির আঘাতে মাথায় আঘাত পেয়েছিলেন। ঘটনা এখনও পর্যন্ত রিসর্ট মালিককে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, নতুন বছর উদযাপন করতে ইতালির রাষ্ট্রদূতে স্ত্রী পরিবারের সঙ্গে গোয়ার বাবু সৈকত রিসর্টে গিয়েছিলেন। তখন অশ্বেমের পাশের একটি রিসোর্ট থেকে আতশবাজি উড়ে গিয়ে রাষ্ট্রদূতের স্ত্রীর মাথায় আঘাত লাগে। এই ঘটনায় তাঁর মাথায় তিনটে সেলাই পড়ে। যদিও ঘটনার সময় কোনও অভিযোগ পাওয়া যায়নি। সম্প্রতি জেলাশাসকের অফিস থেকে অভিযোগ পেয়েছে পুলিশ। এরপর মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। 

উত্তর গোয়ার পুলিশ সুপার নিধিন ভালসান জানিয়েছেন, মামলা নথিভুক্ত করা হয়েছে। এখনও কোনও গ্রেফতার হয়নি। আক্রান্তের জবানবন্দি রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গোয়ায় ইতালির অনারারি ভাইস কনসাল শ্রীনিবাস ডেম্পো কর্তৃপক্ষের নজরে এই ঘটনাটি আনার পরে পুলিশ পদক্ষেপ নেয়। জানা যায়, তিনি প্রথমে মুখ্য সচিবকে চিঠি লিখে বিষয়টি জানান। তিনি উল্লেখ করেন যেহেতু এর সঙ্গে দুদেশের কূটনৈতিক সম্পর্ক জড়িত তাই পদক্ষেপ করা প্রয়োজন। এরপর মুখ্য সচিব জেলা শাসক এবং জেলাশাসক পুলিশকে অভিযোগ দায়ের করার নির্দেশ দেন।

পরবর্তী খবর

Latest News

‘‌আমরা মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিতে পারি না’‌, আইনজীবীকে ধমক চন্দ্রচূড় তোমার ফোন নম্বরটা কি পাওয়া যাবে: মহিলা ভক্তের আবদার শুনে কী করলেন নীরজ চোপড়া? শুভেন্দুর পঞ্চবাণে জর্জরিত 'মুখ্যমন্ত্রীর চিকিৎসক'! দেবেন কি পাঁচ প্রশ্নের উত্তর সেরা একাদশ বাছবেন কীভাবে? মিডল অর্ডার থেকে ম্যাচ জয়ের গুরুত্ব মুখ খুললেন রোহিত ঠাকুমাকে দেখে হাত নেড়ে কত কথাই না বলল ছোট্ট রাহা, নাতনিকে দেখে কী করলেন নীতু? এবারের বিগ বস থিম ‘টাইম কা তাণ্ডব’! প্রথম প্রতিযোগী হিসেবে নাম এল এই ‘নাগিন’-এর ভাদ্র মাসের পূর্ণিমা শুরু হয়েছে, থাকবে আর কতক্ষণ? দেখে নিন তিথি, চন্দ্রোদয়ের সময় শিলিগুড়ি–সিকিমের পথে নামল ভয়ঙ্কর ধস, মূল লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক বিচ্ছিন্ন CBIএর স্টেটাস রিপোর্ট যে তথ্য রয়েছে তা ভয়ঙ্কর, আরজি কর কাণ্ডে বলল সুপ্রিম কোর্ট সত্যি কি ২৭ মিনিটের ফুটেজ দেয় পুলিশ? কথা ঘুরিয়ে CBI-এর ঘাড়ে দোষ চাপালেন সিব্বল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.