নববর্ষ পালন করতে গিয়ে ঘটেছিল বিপত্তি। গোয়ার সমুদ্র সৈকতে একটি রিসর্টে আতশবাজির ফলে আহত হয়েছিলেন ইতালীয় রাষ্ট্রদূতের স্ত্রী। সেই ঘটনায় রিসোর্ট মালিকের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। ঘটনাটি ঘটেছিল গত ১ জনুয়ারি। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই ব্যবস্থা নেই পুলিশ।
আরও পড়ুন: OYO রুম বুকিংয়ে পয়লা জানুয়ারি গোয়াকে পিছনে ফেলল অযোধ্যা! নিউ ইয়ারে কত বুকিং এল?
গোয়া পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গোয়াতে ইতালির রাষ্ট্রদূত ভিনসেঞ্জো ডি লুকার অভিযোগ দায়ের করার পর শুক্রবার পুলিশ রিসর্ট মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ভারতীয় দণ্ডবিধির ৩৩৮ ধারার (অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করে গুরুতর আঘাত করা) অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। এফআইআর অনুযায়ী, অভিযুক্তরা তাড়াহুড়ো করে এবং অবহেলা করে রিসর্টের চত্বরে আতশবাজি ফাটানোর অনুমতি দিয়েছিল। তাতে ভারত ও নেপালে ইতালির রাষ্ট্রদূত ভিনসেঞ্জো ডি লুকার স্ত্রী পাওলা ফেরি আতশবাজির আঘাতে মাথায় আঘাত পেয়েছিলেন। ঘটনা এখনও পর্যন্ত রিসর্ট মালিককে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, নতুন বছর উদযাপন করতে ইতালির রাষ্ট্রদূতে স্ত্রী পরিবারের সঙ্গে গোয়ার বাবু সৈকত রিসর্টে গিয়েছিলেন। তখন অশ্বেমের পাশের একটি রিসোর্ট থেকে আতশবাজি উড়ে গিয়ে রাষ্ট্রদূতের স্ত্রীর মাথায় আঘাত লাগে। এই ঘটনায় তাঁর মাথায় তিনটে সেলাই পড়ে। যদিও ঘটনার সময় কোনও অভিযোগ পাওয়া যায়নি। সম্প্রতি জেলাশাসকের অফিস থেকে অভিযোগ পেয়েছে পুলিশ। এরপর মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
উত্তর গোয়ার পুলিশ সুপার নিধিন ভালসান জানিয়েছেন, মামলা নথিভুক্ত করা হয়েছে। এখনও কোনও গ্রেফতার হয়নি। আক্রান্তের জবানবন্দি রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গোয়ায় ইতালির অনারারি ভাইস কনসাল শ্রীনিবাস ডেম্পো কর্তৃপক্ষের নজরে এই ঘটনাটি আনার পরে পুলিশ পদক্ষেপ নেয়। জানা যায়, তিনি প্রথমে মুখ্য সচিবকে চিঠি লিখে বিষয়টি জানান। তিনি উল্লেখ করেন যেহেতু এর সঙ্গে দুদেশের কূটনৈতিক সম্পর্ক জড়িত তাই পদক্ষেপ করা প্রয়োজন। এরপর মুখ্য সচিব জেলা শাসক এবং জেলাশাসক পুলিশকে অভিযোগ দায়ের করার নির্দেশ দেন।