Injured
সেরা খবর
সেরা ভিডিয়ো
প্রিয়াঙ্কা যে ভিডিয়োটি পোস্ট করেছেন, সেখানে তাঁর নাক-মুখ দিয়ে রক্ত ঝড়তে দেখা যাচ্ছে। অভিনেত্রীর মুখ ও ঘাড় রক্তে ভেসে যাচ্ছে। তাঁর বুকেও লালচে দগদগে ক্ষত। আরও একটা ছবিতে তাঁর কাঁধে কালশিটে ছাপ স্পষ্ট। যে কেউ তাঁকে এভাবে দেখলে শিউরে উঠবেন। যদিও প্রিয়াঙ্কা চোপড়াকে বলতে শোনা গেল, ‘হ্যাঁ, আপনি যখন অ্যাকশন মুভি করেন, তখন সেটা সত্যিই গ্ল্যামারাস। অফিসে আরেকটা দিন।’ বোঝাই যাচ্ছে, প্রিয়াঙ্কা অ্যাকশন মুভি নিয়ে লোকজনের ভ্রান্ত ধারণার উদ্দেশ্যে কথাটা বলেছেন।'
__ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/htbangla/?hl=en #shorts #priyankachopra #hollywood #tollywood