লোন মেটাতে পারেনি বাইজুস। প্রায় ১.২ বিলিয়ন মার্কিন ডলার লোন না মেটানোর অভিযোগ উঠেছে বাইজুসের বিরুদ্ধে। এর জেরে এবার বিরাট ধাক্কার মুখে বাইজুস। মার্কিন কোর্টে বড় ধাক্কার মুখে বাইজুস। মার্কিন চানসেরি কোর্টের বিচারপতি মর্গান জার্ন বাইজুসের আবেদন প্রত্যাখান করেছে। আসলে বাইজুস লোন প্রদানকারী সংস্থা আলফার বিরুদ্ধে আদালতে গিয়েছিল। কিন্তু কোনও আবেদনই ধোপে টিকল না।
এবার ব্যাপারটা জেনে নিন…
আসলে এই আলফা হল বাইজুর সহযোগী সংস্থা। তারা বাইজুসকে লোন দিয়েছিল। তাদের দাবি প্রায় ১.২ বিলিয়ন মার্কিন ডলার লোন বাইজুস মেটাচ্ছে না। একাধিক সংস্থা এই লোন দিয়েছিল। তাদের দাবি, আদালত যে বিষয়টি মেনে নিয়েছে এতে আমরা অত্যন্ত স্বস্তি পেয়েছি।
এদিকে সূত্রের খবর, বাইজুস এই বিপুল লোন মেটানোর জন্য় তাদের গ্রুপ কোম্পানি বেচতেও শুরু করেছে বলে খবর। এপিক ও গ্রেট লার্নিং বেচার কাজ শুরু করে দিয়েছে বাইজুস। শোনা যাচ্ছে প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলারে জোফ্রে ক্যাপিটাল লিমিটেডের কাছে এপিকটা বেচে দেওয়ার ব্যাপারে কথাবার্তা বলছে তারা। একবার এটা বিক্রি করে দেওয়া সম্ভব হয় তবে অন্তত ৩০০ মিলিয়ন মার্কিন ডলার লোন মিটিয়ে দেওয়া হতে পারে।
তবে নানা ক্ষেত্রে বার বার বিপাকে পড়ছে বাইজুস। এবার লোন খেলাপির মামলায় আরও বিপাকে পড়ল বাইজুস। জিতে গিয়েছেন ধার প্রদানকারী সংস্থাগুলি। প্রায় ৪১ পাতার রায় ঘোষণা করেছেন বিচারপতি।
তবে এবার বাইজুস শেষ পর্যন্ত কী করে সেটাই দেখার। কতটা লোন মেটাতে পারে বাইজুস সেটাও দেখার।