দিল্লির প্রগতি ময়দানে আয়োজিত ‘আন্তর্জাতিক মিউজিয়াম এক্সপো’তে এদিন বিভিন্ন অংশ ঘুরে দেখেন মোদী। জানা গিয়েছে, আসন্ন দিনে দেশের ন্যাশনাল মিউজিয়াম ‘যুগে যুগে ভারত’ এ দেশের ৫ হাজার বছরের নানান রকমের সামগ্রী রাখা থাকবে বলে জানা গিয়েছে।
1/7বৃহস্পতিবার আন্তর্জাতিক মিউজিয়াম প্রদর্শনীর উদ্বোধন করেন মোদী। দিল্লিতে আয়োজিত এই সভায় বিশ্বের অন্যতম বৃহত্তম মিউজিয়ামের পরিকল্পনা পত্রটিও প্রকাশ্যে আনেন মোদী। ভারতের প্রধানমন্ত্রীর হাত ধরে এদিন দেশে তৈরি হতে চলা ‘যুগে যুগে ভারত’ শীর্ষক মিউজিয়ামের পরিকল্পনা ঘিরে তথ্য সামনে আসে। (ANI Photo) (ANI/PIB)
2/7দিল্লির প্রগতি ময়দানে আয়োজিত ‘আন্তর্জাতিক মিউজিয়াম এক্সপো’তে এদিন বিভিন্ন অংশ ঘুরে দেখেন মোদী। জানা গিয়েছে, আসন্ন দিনে দেশের ন্যাশনাল মিউজিয়াম ‘যুগে যুগে ভারত’ এ দেশের ৫ হাজার বছরের নানান রকমের সামগ্রী রাখা থাকবে বলে জানা গিয়েছে। ANI Photo) (ANI/PIB)
3/7এদিনের অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, ‘আমরা যখন কোনও মিউজিয়ামে প্রবেশ করি, তখন তার পুরনো সময়ের সঙ্গে যোগ গঠন হয় আর মিউজিয়ামের বর্তমান ফ্যাক্টস, প্রমাণ নির্ভর বাস্তব.. আর এগুলি আমাদের পুরনো সময়ের থেকে প্রেরণা দেয় আর ভবিষ্যতের প্রতি দায়িত্ববোধ তৈরি করে।’ (ANI Photo) (ANI/PIB)
4/7প্রধানমন্ত্রী তাঁর ভাষাণে এদিন জোর দেন, দেশের কয়েকশো বছর ধরে দাসত্বের প্রসঙ্গে। তিনি বলেন, সেই সময়ই বহু সামগ্রী হারিয়ে গিয়েছে ভারতের। তিনি বলেন, বহু পুরনো পাণ্ডুলিপি ও লাইব্রেরি সেই সময় জ্বালিয়ে দেওয়া হয়েছে। ফলে অনেক কিছু গিয়েছে হারিয়ে। (ANI Photo/Jitender Gupta) (ANI/PIB)
5/7নরেন্দ্র মোদী বলেন, প্রথমবার দেশের আসন্ন ওই মিউজিয়ামে দেশের উপজাতি যোদ্ধা ও সংগ্রামীদের কথা তুলে ধরা হবে। যা আগে দেশের কোনও মিউজিয়ামে হয়নি। দেশের উন্নতিতে তিনি মহাত্মা গান্ধী, বিআর আম্বেদকর, বল্লভভাই প্যাটেলের ভূমিকার প্রসঙ্গ তোলেন। (ANI Photo) (ANI/PIB)
6/7মোদী বলেন, ওই মিউজিয়ামে ভারতের ইতিহাসে আয়ুর্বেদের প্রভাব মিলেট জাতীয় খাদ্যের প্রভাব সম্পর্কিত নানান তথ্য থাকতে চলেছে। জানা যাচ্ছে, ১.১৭ লাখ স্কোয়ারমিটার এলাকা নিয়ে তৈরি হতে চলেছে এই মিউজিয়াম। (PTI Photo/Atul Yadav)(PTI05_18_2023_000153B) (ANI/PIB)
7/7এদিন উদ্বোধন হওয়া মিউজিয়াম এক্সপো আপাতত ৩ দিন চলবে। মিউজিয়ামের ক্ষেক্রে নয়া প্রযুক্তি প্রথমবার এই এক্সপোতে তুলে ধরছে ভারত বলে জানা গিয়েছে। দেশের সংস্কৃতিবিভাগ ৩৮৩ টি মিউজিয়াম প্রতিষ্ঠা করেছে। ১৪৫ টি কমিশন হয়েছে ও খোলা হয়েছে গত ৯ বছরে।. (ANI Photo) (ANI/PIB)