বাংলা নিউজ > ঘরে বাইরে > Pak Suicide attack: পাকিস্তানে মঞ্চের কাছেই ছিল মানব বোমা! আত্মঘাতী বিস্ফোরণের পেছনে ISIS: Report

Pak Suicide attack: পাকিস্তানে মঞ্চের কাছেই ছিল মানব বোমা! আত্মঘাতী বিস্ফোরণের পেছনে ISIS: Report

পাকিস্তানে এই সভাস্থলে বোমা বিস্ফোরণ (Photo by Abdul MAJEED / AFP) (AFP)

পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

পাকিস্তানে সভার মধ্য়ে ভয়াবহ বিস্ফোরণ। তাতে অন্তত ৪৪জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। কিন্তু কারা রয়েছে এর পেছনে? সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পুলিশের প্রাথমিক ধারণা আইএসআইএস এই আত্মঘাতী হামলার পেছনে থাকতে পারে। কট্টরপন্থী ইসলামিক গ্রুপের ওই সভাতে হামলা চালানো হয়েছিল।

সূত্রের খবর, রবিবার পাকিস্তানের উত্তর পশ্চিমের বাজুর জেলায় সভাস্থলে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। সেখানেই শক্তিশালী বোমা বিস্ফোরণ। বিকট শব্দ কেঁপে ওঠে চারদিক। সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, অন্তত ৪৪জনের মৃত্যু হয়েছে বিস্ফোরণে। মৌলানা ফজলুর রেহমানের জমায়ত উলেমা ইসলাম পার্টির লোকজন খার এলাকায় সভা করছিল। জায়গাটি আফগানিস্তান লাগোয়া। সেখানেই বিস্ফোরণ।

পুলিশকে উদ্ধৃত করে জিও নিউজ জানিয়েছে, আমরা এনিয়ে তদন্ত করে দেখছি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দায়েশ( আইএসআইএস) এর পেছনে থাকতে পারে।

পুলিশ ইতিমধ্য়েই ওই আত্মঘাতী মানব বোমা সম্পর্কে খোঁজ নিচ্ছে। বোম্ব ডিজপোজাল স্কোয়াড এলাকা থেকে নমুনা সংগ্রহ করছে। জেলা পুলিশ আধিকারিক নাজির খান জানিয়েছেন,সন্দেহজনক তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রাদেশিক পুলিশের প্রধান আখতার হায়াত খান জানিয়েছেন, একজন সুইসাইড বোম্বার এই ঘটনার পেছনে রয়েছে। সব মিলিয়ে ১০ কেজি বিস্ফোরক এই হামলায় ব্যবহার করা হয়েছিল। সভার একেবারে সামনের দিকে ওই মানব বোমা বসেছিল। ভিড়ের মধ্যে মিশেছিল বলে মনে করা হচ্ছে। সেখানেই বিস্ফোরণ হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, একেবারে মঞ্চের সামনে এই বিস্ফোরণ ঘটানো হয়।

সংগঠনের নেতা আমির মৌলানা আব্দুল রাশিদ ওই জায়গায় আসার পরেই প্রচন্ড শব্দে বিস্ফোরণ হয়।

খাইবার পাখতুনখাওয়া দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনওয়ার রবিবার জানিয়েছেন, সব মিলিয়ে ৪৪জনের মৃত্যু হয়েছে।

বাজাউর ও সংলগ্ন এলাকার হাসপাতালে আহতদের নিয়ে আসা হয়েছে। সেখানে এমার্জেন্সি জারি করা হয়েছে। মিলিটারি হেলিকপ্টারে করে আশঙ্কাজনকদের পেশোয়ারে নিয়ে যাওয়া হয়েছে।

ডন সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, পাকিস্তানি আর্মি হেলিকপ্টারে চাপিয়ে অন্তত ১৫জনকে পেশোয়ারে নিয়ে যাওয়া হয়েছে। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তিনি JUI-F প্রধান মৌলনা ফজলুর রেহমানের সঙ্গে কথা বলেছেন বলে খবর। পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবাদকে শেষ করার জন্য় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গোটা ঘটনার তদন্তের নির্দেশ তিনি দিয়েছেন। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পাকিস্তানের অন্দরে।

 

 

 

 

 

 

 

বন্ধ করুন