বাংলা নিউজ > ঘরে বাইরে > আমেরিকা গট ট্যালেন্ট খ্যাত ৭.৬ ফুট লম্বা জগদীপকে মাদক সহ গ্রেফতার করল পুলিশ

আমেরিকা গট ট্যালেন্ট খ্যাত ৭.৬ ফুট লম্বা জগদীপকে মাদক সহ গ্রেফতার করল পুলিশ

জগদীপ সিং।

গ্রেফতারের পর জগদীপ সিংকে একটি স্থানীয় আদালতে হাজির করা হয়। সেখানে তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশের দাবি, তারা কাদের কাছ থেকে মাদক সংগ্রহ করেছিল? সেই মাদক কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল? সে সমস্ত বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে। এর জন্য জগদীপকে জিজ্ঞাসাবাদ করা হবে।

মার্কিন টিভি রিয়েলিটি শো আমেরিকা গট ট্যালেন্টে অংশগ্রহণ করার পরে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। পঞ্জাবের সেই প্রাক্তন পুলিশ কনস্টেবল জগদীপ সিংকে গ্রেফতার করা হল। হেরোইন নিয়ে যাওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০০ গ্রাম হেরোইন। পঞ্জাবের তরন তারন এলাকায় জগদীপের এসইউভি গাড়ি থেকে এই পরিমাণ হেরোইন উদ্ধার হয়েছে। জগদীপ ছাড়াও আর দুজনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশের স্টেট স্পেশাল অপারেশন সেল।

আরও পড়ুন: বাড়ছে মাদক পাচার, রুখতে বিশেষ বাহিনী গড়বে রাজ্য পুলিশ, নবান্নে গেল প্রস্তাব

অমৃতসরের বাসিন্দা জগদীপ সিংয়ের উচ্চতা হল সাড়ে ৭ ফুট। তিনি বিশ্বের সবচেয়ে লম্বা শিখ বলেও পরিচিত। তিনি বীর খালসা গোষ্ঠীর অংশ। এই গোষ্ঠী সাহসী কাজ এবং গাটকার (একটি ঐতিহ্যবাহী শিখ মার্শাল আর্ট প্রদর্শন করা) জন্য পরিচিত। প্রথম জীবনে পঞ্জাবের পুলিশ কনস্টেবল ছিলেন জগদীপ। এরপর ২০১৯ সালে আমেরিকা গট ট্যালেন্টের ১৪ তম সিজনে অংশগ্রহণ করেন। সেখানে দেখা গিয়েছিল, জগদীপ নিজের ওপরে নারকেল এবং তরমুজ নিয়ে মাটিতে শুয়েছিলেন। আর বীর খালসা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কানওয়ালজিৎ সিং তা হাতুড়ি দিয়ে ভেঙেছিলেন।বীর খালসা গ্রুপ অস্ট্রেলিয়া গট ট্যালেন্টেও প্রতিদ্বন্দ্বিতা করেছিল। 

গ্রেফতারের পর জগদীপ সিংকে একটি স্থানীয় আদালতে হাজির করা হয়। সেখানে তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশের দাবি, তারা কাদের কাছ থেকে মাদক সংগ্রহ করেছিল? সেই মাদক কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল? সে সমস্ত বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে। এর জন্য জগদীপকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনায় অন্যান্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ।  

রাজ্যের বিশেষ অপারেশন সেলের ডিজি কানওয়ার ইকবাল বলেন, ‘আমরা জগদীপ সিংয়কে ৫ দিনের হেফাজতে পেয়েছি। আমরা তদন্ত করছি। তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তাকে তারন তারান থেকে গ্রেফতার করা হয়েছে।’উল্লেখ্য, এই সপ্তাহের শুরুর দিকে পাঞ্জাব পুলিশ চার জনকে গ্রেফতার করে মাদক চোরাচালান চক্রের পর্দা ফাঁস করেছে। সবমিলিয়ে উদ্ধার করেছে ৩ কেজি হেরোইন এবং ৯ লক্ষ টাকা উদ্ধার করেছে। ধৃতদের নাম হল বিক্রমজিৎ সিং ওরফে ভিকি, অমৃতসরের হোশিয়ার নগর গ্রামের বাসিন্দা রাসপাল সিং, অমৃতসরের ভারিয়াম সিং কলোনীর বাসিন্দা গৌরব ওরফে কালি এবং অমৃতসরের দুর্গিয়ানা আবাদির সাহিল কুমার ওরফে মন্থন।

পরবর্তী খবর

Latest News

বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন! প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায় ‘হাত মোটা লাগছে,ডবল চিন দেখা যাচ্ছে…., আগে বিচার পরে শরীরে মন দেব’: স্বস্তিকা শুধু ‘রেসপেক্টেড স্যার’ লেখা, ম্যাডাম নেই, রাজ্যের মেলে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা আগামিকাল রাধা অষ্টমী, রাধা-কৃষ্ণর আশীর্বাদ পেতে কী করবেন আর কী করবেন না জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.