বাংলা নিউজ > ঘরে বাইরে > শেয়ার বরাদ্দের মাধ্যমে ২৮৮ কোটি টাকা তুলল বাংলার গর্ব টিটাগর ওয়াগনস

শেয়ার বরাদ্দের মাধ্যমে ২৮৮ কোটি টাকা তুলল বাংলার গর্ব টিটাগর ওয়াগনস

ফাইল ছবি: পিটিআই (PTI)

সংস্থা প্রায় ৭৬ লক্ষ ইকুইটি শেয়ার জারির মাধ্যমে এই তহবিল সংগ্রহ করার পরিকল্পনা করেছে। প্রতিটি শেয়ার ২ টাকা মূল্যে অগ্রাধিকার ভিত্তিতে ছেড়ে দেওয়া হবে। ৩৪৭.৬৮ টাকার ফ্লোর প্রাইসের প্রক্ষিতে প্রেফারেনশিয়াল শেয়ার দর দাঁড়াচ্ছে ৩৮০ টাকা।

শেয়ার বন্টনের মাধ্যমে মূলধন তুলছে টিটাগড় ওয়াগনস। শনিবার সংস্থা জানিয়েছে, স্মলক্যাপ ওয়ার্ল্ড ফান্ড ইনকর্পোরেটেডের কাছে শেয়ারের বরাদ্দের মাধ্যমে ২৮৮.৮ কোটি টাকা তোলা হবে। ইতিমধ্যেই ওয়াগন নির্মাতা সংস্থার পরিচালন পর্ষদ সেই সিদ্ধান্তে সবুজ সংকেত দিয়েছে।

সংস্থা প্রায় ৭৬ লক্ষ ইকুইটি শেয়ার জারির মাধ্যমে এই তহবিল সংগ্রহ করার পরিকল্পনা করেছে। প্রতিটি শেয়ার ২ টাকা মূল্যে অগ্রাধিকার ভিত্তিতে ছেড়ে দেওয়া হবে। ৩৪৭.৬৮ টাকার ফ্লোর প্রাইসের প্রক্ষিতে প্রেফারেনশিয়াল শেয়ার দর দাঁড়াচ্ছে ৩৮০ টাকা।

'৭৬ লক্ষ ইক্যুইটি শেয়ার ইস্যু করার মাধ্যমে ২৮৮.৮ কোটি টাকা পর্যন্ত সামগ্রিক তহবিল সংগ্রহের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (ইস্যু অফ ক্যাপিটাল অ্যান্ড ডিসক্লোজার রিকোয়ারমেন্টস) রেগুলেশনস, ২০১৮-র অধ্যায় V অনুসারে প্রতি শেয়ার ৩৪৭.৬৮ টাকা হিসাব করা হয়েছে,' এক নিয়ন্ত্রক ফাইলিংয়ে জানিয়েছে টিটাগড় ওয়াগন।

তবে এটি পুরোটাই 'এক্সট্রা-অর্ডিনারি জেনারেল মিটিং' (EGM)-এ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং কোম্পানির শেয়ারহোল্ডারদের প্রস্তাবের অনুমোদন সাপেক্ষ। তাছাড়া এই ধরনের আরও বেশ কিছু অনুমোদন, নিয়মবিধি ইত্যাদি মেনে পুরো বিষয়টি করতে হবে।

Titagar Wagons ২০২৩ সালের মার্চে ৫৩.০১ কোটি টাকার নেট মুনাফা করেছে। ২০২২ সালের মার্চেই সেটি ছিল ২১.০৫ কোটি টাকা। অর্থাত্ আগের বছরের তুলনায় সংস্থার মুনাফা প্রায় ১৫১.৮৭ শতাংশ বেড়ে গিয়েছে। সংস্থার নেট সেলস ২০২২ সালের মার্চে ৪১৮.৯০ কোটি টাকা থেকে ১৩২.৫৬ শতাংশ বেড়ে ৯৭৪.২২ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।

সোমবার সংস্থার শেয়ার ৪২৫ টাকার স্তরে ওপেন হয়েছে।

বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ক্লাসেরও বরাত পেয়েছে 'টিটাগড় ওয়াগনস লিমিটেড' এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা 'ভারত হেভি ইলেক্টিকালস লিমিটেড' (BHEL)। 'স্লিপার-ক্লাস' বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করা এবং রক্ষণাবেক্ষণের জন্য মোট ২৪,০০০ কোটি টাকার বরাত মিলেছে। বন্দে ভারত তৈরির জন্য ১০,০০০ কোটি টাকার চুক্তি হয়েছে। বাকি অর্থ খরচ হবে বন্দে ভারত রক্ষণাবেক্ষণের খাতে। ৩৫ বছরের জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে টিটাগড় ওয়াগনস লিমিটেড এবং BHEL।

জানা গিয়েছে, উত্তরপাড়ায় তৈরি হতে চলেছে 'স্লিপার-ক্লাস' বন্দে ভারত এক্সপ্রেস। সূত্রের খবর, আগামী ছয় বছরে হুগলির উত্তরপাড়ায় ৮০ টি 'স্লিপার' বন্দে ভারত এক্সপ্রেসের বেশিরভাগ অংশ তৈরি করা হবে। ধাপে-ধাপে রেলের হাতে ‘সেমি হাইস্পিড’ ট্রেনগুলি তুলে দেবে টিটাগড় ওয়াগনস লিমিটেড। আগামী ২৪ মাসের মধ্যে কমপক্ষে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস দিতে হবে বলে সূত্রের খবর।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

পরবর্তী খবর

Latest News

টটেনহ্যামের কাছে হারের পর পোর্তোর সঙ্গে ড্র! এখনও টেন হ্যাগ বলছেন,‘ধৈর্য্য ধরুন’ পরিচালকের সঙ্গে সমস্যার কারণেই তুম্বাদ থেকে সরে যান? গুজব নিয়ে মুখ খুললেন সোহম ‘মিডিয়া আমাকেই উল্টে দোষারোপ করেছিল...’ কী নিয়ে এমন বললেন পদ্মপ্রিয়া বাবা সুনীল শেট্টির জুতোয় পা গলাতে চললেন আহান! বর্ডার ২-তে যুক্ত হয়েই লিখলেন… আজই তৈরি হতে পারে নিম্নচাপ, পুজোর আগে ভাসবে বাংলার কোন কোন জেলা? খারাপ পারফরমেন্সের শাস্তি? চার মাসের বেতন আটকে পাক ক্রিকেটারদের…শুরু নয়া বিতর্ক… সিনিয়রদের সঙ্গে বৈঠকে জুনিয়ররা, চিকিৎসক আন্দোলনে নয়া মোড় আসতে চলেছে এবার? পুজোয় বাড়িতে দই বড়া বানানোর প্ল্যান? এই নিয়মগুলি মানলে খেতে লাগবে দুর্দান্ত হার্টে স্টেন্ট বসানোর পর কিছুটা সুস্থ রজনীকান্ত, হাসপাতাল থেকে ফিরলেন বাড়ি অস্ট্রেলিয়া-দঃ আফ্রিকা বধের পর রশিদ খানের জীবনে নতুন কোচ…শুরু হল দ্বিতীয় ইনিংস…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.