বুধ, কুম্ভ রাশিতে গোচর করে ফেলেছে। তারফলেই তৈরি হতে চলেছে বিপরীত রাজযোগ। এই বিপরীত রাজযোগের প্রভাব বিভিন্ন রাশিতে পড়তে পারে। তবে ৪ টি রাশি এমন রয়েছে, যার ওপর এই রাজযোগের প্রভাব খুব বেশি করে পড়বে। দেখে নেওয়া যাক, কোন কোন রাজযোগের প্রভাব ৪ রাশিতে সবচেয়ে বেশিভাবে পড়তে চলেছে।
1/5জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুযায়ী একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর গ্রহদের গোচর সম্পন্ন হয়। গ্রহদের এই বিভিন্ন রাশিতে প্রবেশ করার ফলে একাধিক রাশিতে শুভ সময় আসে। বহু রাশি পড়ে যায় বিভিন্ন সমস্যায়। ১২ রাশিতে কম বেশি প্রভাব পড়ে। এবার বুধের গোচরের ফলে তারি হচ্ছে বিপরীত রাজযোগ।
2/5বুধ, কুম্ভ রাশিতে গোচর করে ফেলেছে। তারফলেই তৈরি হতে চলেছে বিপরীত রাজযোগ। এই বিপরীত রাজযোগের প্রভাব বিভিন্ন রাশিতে পড়তে পারে। তবে ৪ টি রাশি এমন রয়েছে, যার ওপর এই রাজযোগের প্রভাব খুব বেশি করে পড়বে। দেখে নেওয়া যাক, কোন কোন রাজযোগের প্রভাব ৪ রাশিতে সবচেয়ে বেশিভাবে পড়তে চলেছে।
3/5মেষ- আপনাদের জন্য বিপরীত রাজযোগ খুবই সুখকর সময়। এই সময় আয় হু হু করে বেড়ে যাবে। আকস্মিক ধনলাভ হবে। এই সময় শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন। তা থেকে ভালো ধন সম্পত্তি লাভ করতে পারবেন। জমি বাড়ি সংক্রান্ত সম্পত্তি থেকে পাবেন লাভ।
4/5কর্কট- ব্যবসায়ে ব্যাপক উন্নতি দেখতে পাবেন এই সময়। যা রোজগার করেন, তার থেকে দ্বিগুণ রোজগার আসতে থাকবে এই সময়। কেরিয়ারের দিক থেকেও নানান উন্নতি হতে থাকবে। এই সময় সাহস ও পরাক্রমে বৃদ্ধি হবে। বাড়তি খরচা রুখে দিন। সঙ্গে সঙ্গে খানিকটা সঞ্চয়ও করুন। প্রতীকী ছবি
5/5কন্যা- আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হবে। আইনের কোনও মামলায় পরিস্থিতি হাতের বাইরে যেতে হতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। কোনও দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় হু হু করে আসতে থাকবে টাকা। তবে স্বাস্থ্য নিয়ে সাবধান হতে হবে। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেছে হিন্দুস্তান টাইমস বাংলা।)